BRAKING NEWS

আরবিআই-এর গভর্নর পদে শক্তিকান্ত দাসের নিয়োগে ক্ষুব্ধ স্বামী, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গর্ভনর হিসেবে শক্তিকান্ত দাসকে একেবারেই মেনে নিতে পারছেন না বর্ষীয়ান বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী| স্বামীর মতে, আরবিআই-এর গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসকে নিয়োগ করা পুরোপুরি ভুল সিদ্ধান্ত| বুধবার সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, ‘আরবিআই গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসকে নিয়োগ করা কার্যত ভুল সিদ্ধান্ত| পি চিদম্বরমের সঙ্গে দুর্নীতির কাজে নিবিড়ভাবে কাজ করেছিলেন শক্তিকান্ত দাস, এমনকি আদালতের মামলায় তাঁকে (চিদম্বরম) বাঁচানোরও চেষ্টা করেছিলেন| কেন এমন হল আমি জানি না, এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি|’
গত সোমবার আচমকাই আরবিআই-এর গভর্নর পদ থেকে ইস্তফা দেন উর্জিত প্যাটেল| এরপর মঙ্গলবার শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে তিন বছরের জন্য নিয়োগ করা হয়| ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ওই বছরই জুন মাসে শক্তিকান্ত দাসকে রাজস্ব সচিব করে নিয়ে আসেন নরেন্দ্র মোদী| পরের বছর শক্তিকান্ত দাসকে অর্থনৈতিক বিষয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়| ২০১৫-২০১৭ পর্যন্ত অর্থনৈতিক বিষয়ক সচিব থাকাকালীনই বিমুদ্রাকরণের এবং জিএসটি-র প্রধান ‘সেনাপতি’ ছিলেন ১৯৮০ সালের তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার শক্তিকান্ত দাস| মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি একটি বিজ্ঞপ্তিতে জানায়, শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে তিন বছরের জন্য নিয়োগ করা হয়েছে| নিয়োগ হওয়ার একদিন পর বুধবার আরবিআই-এর ২৫ তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শক্তিকান্ত দাস| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শক্তিকান্ত দাস এদিন জানিয়েছেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম| শুভেচ্ছা জানানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *