BRAKING NEWS

মানুষ বিজেপির জনবিরোধী নীতির বিপক্ষে, দেখিয়ে দিল ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশ : মায়াবতী

নয়াদিল্লি ও ভোপাল, ১২ নভেম্বর (হি.স.): রাজস্থান এবং ছত্তিশগড় এখন হাতের মুঠোয়| মধ্যপ্রদেশেও সরকার গড়ার পথে জাতীয় কংগ্রেস| কারণ, মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য কংগ্রেসকে সমর্থনের আশ্বাস দিয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং সমাজবাদী পার্টি (সপা)| হিন্দি বলয়ে কার্যত বিপর্যস্ত হল বিজেপি| থেমে গেল মোদী-অমিতের নির্বাচনী জয়-রথ| আসলে জনবিরোধী নীতির জন্যই বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছেন ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মানুষজন, এমনই মত বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতীর| বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মায়াবতী জানিয়েছেন, ‘ফলাফলই বলে দিচ্ছে ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশের মতো রাজ্যের মানুষ সম্পূর্ণরূপে বিজেপি ও তাঁদের জনবিরোধী নীতির বিপক্ষে ভোট দিয়েছেন| বিকল্প বড় দল না থাকায় তাঁরা কংগ্রেসকেই বেছে নিয়েছেন|’ মায়াবতী আরও বলেছেন, ‘আমাদের দল বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য নির্বাচনে লড়েছিল| কিন্তু, দুঃখের বিষয়, তা আমরা করতে পারিনি| মধ্যপ্রদেশে ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি| তাই কংগ্রেসের নীতির সঙ্গে একমত না হলেও, আমাদের দল মধ্যপ্রদেশে তাদের সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে| যদি রাজস্থানেও কংগ্রেসকে সমর্থন করার প্রয়োজন রয়েছে বলে মনে করে তাহলে সেখানেও সমর্থন জানানো হতে পারে|’ মায়াবতীর পরই সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশে সরকার গড়তে কংগ্রেসকে সমর্থন জানাবে সমাজবাদী পার্টি|’
২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর, বুধবার সকালে ঘোষিত হয়েছে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল| ম্যাজিক ফিগার থেকে মাত্র দু’টি আসনে পিছিয়ে, মধ্যপ্রদেশে ১১৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| জোর টক্কর শেষে মধ্যপ্রদেশে বিজেপি জয়ী হয়েছে ১০৯টি আসনে| বহুজন সমাজ পার্টি দু’টি আসনে জয়ী হয়েছে| সমাজবাদী পার্টির ঝুলিতে একটি আসন এবং অন্যান্যরা জয়ী হয়েছে ৫টি আসনে| হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| যা ম্যাজিক ফিগারের থেকে দু’টি আসন পিছিয়ে| এরই মাঝে মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য জাতীয় কংগ্রেসকে সমর্থনের আশ্বাস দিয়েছে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| আর তাই মধ্যপ্রদেশে সরকার গঠনের পথে জাতীয় কংগ্রেস|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *