/ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী, উদ্ধার ২৫টি আইইডি বিস্ফোরক

ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী, উদ্ধার ২৫টি আইইডি বিস্ফোরক

রায়পুর, ১২ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে কুখ্যাত একজন মাওবাদী| বিজাপুর জেলার তার্রেম গ্রামের ঘটনা (রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে)| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ২৫টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)| বিজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, বুধবার সকাল ন’টা নাগাদ বিজাপুর জেলার তার্রেম গ্রামে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয়েছে একজন কুখ্যাত মাওবাদী| বাকি মাওবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ২৫টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরক এবং মাওবাদীদের বিভিন্ন সামগ্রী|
বিজাপুরের পুলিশ সুপার (এসপি) মোহিত গর্গ আরও জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় তার্রেম গ্রাম সংলগ্ন বাসাগুড়া-তার্রেম রোড ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার ছক কষছে ২৫-৩০ জন মাওবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং স্থানীয় পুলিশ| নিরাপত্তা বাহিনী ওই স্থানে পৌঁছতেই মাওবাদীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই| গুলির লড়াই থামতেই এনকাউন্টারস্থলে কুখ্যাত একজন মাওবাদীর দেহ উদ্ধার হয়| পাশাপাশি ২৫টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং মাওবাদীদের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে|