BRAKING NEWS

সমস্ত অভিযোগ মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ইডি-র হানা প্রসঙ্গে বার্তা রাহুলের জামাইবাবুর

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ভরাডুবি এবং জাতীয় কংগ্রেসের অভূতপূর্ব সাফল্যে উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব| এমাতবস্থায় নিজ অফিস এবং সঙ্গীদের দিল্লি ও বেঙ্গালুরুর অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট রাজেন্দ্র ভডঢ়া| অভিযোগ, গত শুক্রবার ইডি-র গোয়েন্দারা দরজা ভেঙে ঢোকেন ভডঢ়ার অফিসে| আবার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জামাই রবার্টের সঙ্গীদের দিল্লি ও বেঙ্গালুরুর অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা তল্লাশি চালান| এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হানা প্রসঙ্গে বুধবার রবার্ট বলেছেন, ‘আমি কোনও অন্যায় করিনি| তাছাড়া আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই| আমি একজন ভারতীয় নাগরিক, তাই কোথাও পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না|’
রাহুল গান্ধীর জামাইবাবু এদিন আরও জানিয়েছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করা হবে, তা কখনই বরদাস্ত করবো না| সর্বদাই বলে আসছি আমরা সহযোগিতা করতে প্রস্তুত| কিন্তু, এই প্রক্রিয়া ন্যায্য এবং আইনি হওয়া উচিত| আমি পালিয়ে যাচ্ছি না অথবা অন্য কোনও দেশে গিয়ে বসবাস করছি না|’ রবার্ট আরও জানিয়েছেন, ‘আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত| সমস্ত নোটিশের জবাব দিয়েছি আমরা| তা সত্ত্বেও আমার পরিবার চাপের মুখে, মা অসুস্থ, সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে, তালা ভেঙে ফেলা হয়েছে| আমি সর্বদাই সহযোগিতা করতে প্রস্তুত|’
উল্লেখ্য, গত শুক্রবার ইডি-র গোয়েন্দারা দরজা ভেঙে ঢোকেন ভডঢ়ার অফিসে| তল্লাশি চালানো হয় রবার্টের সঙ্গীদের দিল্লি ও বেঙ্গালুরুর অফিসে| রবার্টের আইনজীবী জানান, ইডি-র গোয়েন্দারা দরজা ভেঙে ঢোকেন সুখদেব বিহারের ভডরার অফিসে| অফিসের সাধারণ কর্মীদের বেআইনিভাবে আটকে রেখে তল্লাশি চালানো হয়| এমনকি তল্লাশির সময় আইনজীবীদেরও ঢুকতে দেওয়া হয়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *