BRAKING NEWS

ছত্তিশগড়ে জয়ের পথে কংগ্রেস

রায়পুর, ১১ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ ১৫ বছর ক্ষমতাসীন বিজেপি সরকারকে সরিয়ে ছত্তিশগড়ে এবার সরকার গড়তে চলেছে কংগ্রেস। কংগ্রেসের এই সম্ভাব্য জয়ে “খুশি” ব্যক্ত করলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। তাঁর মতে এই রায় জনগণের রায়। এই ব্যাপারে মঙ্গলবার তিনি বলেন, ছত্তিশগড়ের মানুষই বিজেপি-র যোগ্য পরিপূরক হিসেবে কংগ্রেসকে বেছে নিয়েছেন।
জনতা কংগ্রেস ছত্তিশগড়ের সভাপতি অজিত যোগী এদিন সাংবাদিকদের বলেন, রমন সিং শাসিত ১৫ বছরের সরকারকে মানুষ আর চায় না। বিধানসভা ভোটের ফলাফল তাঁর নিজের দলকেও রাজ্যে তৃতীয় ফ্রন্ট গঠনে সাহায্য করবে বলেও দাবি করেন প্রাক্তন কংগ্রেস নেতা। ছত্তিশগড়ে বিধানসভায় ৯০টি আসনে কংগ্রেস ৫৫টির বেশি আসনে নেতৃত্ব দিচ্ছে, বিজেপি অনেক পিছিয়ে ২৫টি আসনে নেতৃত্ব দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *