BRAKING NEWS

রাজ্যে ডেয়ারী শিল্পের উন্নয়নে আমুল ইন্ডিয়ার সাথে সচিবালয়ে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ রাজ্য সরকার আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে দুধ উৎপাদনে স্বয়ম্ভর করার লক্ষ্যে যে পরিকল্পনা নিয়েছে তাকে বাস্তবরূপ দেওয়ার লক্ষ্যে আজ সচিবালয়ের ১নং কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আমুল ইন্ডিয়া লিমিটেড এর সিনিয়র ডেয়ারী এক্সপার্ট ড এস টি দেশাই এর সঙ্গে আলোচনা করেন৷ আলোচনাসভায় রাজ্যের মুখ্যসচিব এল কে গুপ্তা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব রামেশ্বর দাস এবং আমূল ইন্ডিয়া লিমিটেডের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷ পর্যালোচনাসভায় মুখ্যমন্ত্রী বলেন, সরকার রাজ্যে ডেয়ারী শিল্পকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে৷ ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা দিয়েছে ৫ হাজার পরিবারের মধ্যে ১০ হাজার গাভী দেওয়া হবে৷ নার্বাড, এস সি ও এস টি কর্পোরেশনের মাধ্যমে ভর্তুকীতে মহিলাদের গাভী ক্রয় করার জন্য ঋণ দেওয়া হবে৷ এতে স্বল্প সময়ের মধ্যেই ৫ হাজার পরিবারের মধ্যে রোজগারের সুযোগ সৃষ্টি হবে৷ আগামী ৩ বছরের মধেও এই প্রকল্পকে বাস্তবরূপ দেওয়ার জন্য আমূল ইন্ডিয়া লিমিটেডের সর্বতো সহযোগিতা চেয়েছেন মুুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, আমূল ইন্ডিয়া লিমিটেডের ডেয়ারী শিল্পে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে৷ এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্য সরকারও ত্রিপুরায় ডেয়ারী শিল্পকে উন্নত করতে চাইছে৷ পাশাপাশি রাজ্য সরকার ৫ বাজার পরিবারের মধ্যে ১০ হাজার গাভী দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাপারেও আমূল ইন্ডিয়া লিমিটেডের প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী বলেন, গুজরাটে আমূল ইন্ডিয়া লিমিটেডের ডেয়ারী শিল্প উন্নয়নে সেখানকার মহিলাদের অবদান বেশি৷ তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে গাভীগুলি দেওয়া হবে তাতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে৷ তিনি বলেন, আমাদের রাজ্যে দুধের চাহিদা মেটাতে বর্হিরাজ্য থেকে দুধ আমদানি করতে অনেক টাকা বাইরের রাজ্যে চলে যায়৷ এই প্রকল্প রূপায়নের মাধ্যমে রাজ্য দুধ উৎপাদনের স্বয়ম্ভর হলে সে টাকা রাজ্যেই থেকে যাবে৷ সভায় রাজ্যে ডেয়ারী শিল্পের উন্নয়নে আমূল ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ডেয়ারী এক্সপার্টড এস টি দেশাই প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান৷ মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিবকে নির্দেশ দেন আমূল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে সভা করে কিভাবে ডেয়ারী শিল্পের উন্নয়ন করা যেতে পারে সেজন্য পরিকল্পনা নিতে৷ সভায় আমূল ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ডেয়ারী এক্সপার্ট ড এস টি দেশাই পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে তাদের কার্যকলাপ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *