BRAKING NEWS

সূর্যমণিনগরে ৪০০ কে ভি বিদ্যুৎ সাব স্টেশন সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ আজ মহাকরণের ১নং সভাগৃহে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ডুকলী ব্লকের পূর্ব নোয়াগাঁও গ্রামে নির্মীয়মান ৪০০ কে ভি বিদ্যুৎ সাব স্টেশন এবং সূর্যমণিনগরের বর্তমান ১৩২ কেভি সাব স্টেশনকে পাল্টে ৪০০ কে ভি বিদ্যুৎ সাব স্টেশন স্থাপনের বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মুখ্যসচিব এল কে গুপ্তা, অতিরিক্ত মুখ্যসচিব সুশীল কুমার, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের সি এম ডি ড মুরহরি সপনরাও কেলে, এ জি এম রঞ্জন দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন৷
বৈঠকে আলোচনার সূচনা করেন বিদ্যুৎ নিগমের প্রধান সচিব মনোজ কুমার৷ তিনি জানান মূলত বিদ্যুৎ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের আর ই সি ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড থেকে দরপত্রের মাধ্যমে বেসরকারি সংস্থা স্টার লাইট নোয়াগাঁও গ্রামে ৪০০ কে ভি বিদ্যুৎ সাব স্টেশন নির্মামের বরাত পায়৷ বর্তমানে এর কাজ চলছে৷ এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তী সময় সূর্যমণিনগর সাব স্টেশন ও বাংলাদেশের কুমিল্লা সাব স্টেশন উক্ত নির্মিত সাব স্টেশন থেকে বিদ্যুৎ পাবে৷ এছাড়া ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড সূর্যমণিনগরের ১৩২ কে ভি সাব স্টেশনকে পাল্টে ৪০০ কে ভি বিদ্যুৎ সাব স্টেশনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে, যাতে করে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড সরাসরি ওটিপিসি বিদু্যুৎ সংগ্রহ করে চুক্তি মোতাবেক বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতে পারে৷
বৈঠকে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই নতুন ব্যবস্থা রাজ্যর উন্নয়নকে দ্রুতগামী করবে৷ রাজ্যে বর্তমানে কাঠ, স্টিল, রাবার বাঁশ ভিত্তিক শিল্প গড়ার পরিবেশ তৈরি হয়েছে৷ এগুলি গড়ে উঠলে আমাদের রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ আমাদেরই কাজে আসবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে৷ তিনি বলেন, সূর্যমণিনগরের বর্তমান ১৩২ কে ভি সাব স্টেশনের বদলে নতুন ৪০০ কে ভি সাব স্টেশন গড়ে তুলবে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড৷ এতে ব্যয় হবে ১৫০ কোটি টাকা৷ এই কর্মসূচি রূপায়ণের জন্য অর্থ বরাদ্দ করতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *