গোষ্ঠী কোন্দলের জেরে প্রত্যাহার ঘোষণার পরও এডিসির নানা স্থানে বন্ধ বিক্ষুব্ধ আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ চলছে পুর ও নগরের শূণ্য আসনের উপনির্বাচনের প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা, এরই মধ্যে শাসক গোষ্ঠী তথা বিজেপি-আইপিএফটির মধ্যে শরিকি বিরোধ চলছেই৷ বিএসির চেয়ারম্যান নিযুক্তি নিয়ে গোটা রাজ্যেই ক্ষোভের আগুন জ্বলেছে৷ এখন এনআরসি এবং এডিসির নির্বাচন নিয়ে সরব হয়েছে আইপিএফটি৷ পূর্বঘোষিত সূচী অনুযায়ী বুধবার এডিসি এলাকায় বারো ঘন্টার বন্ধ ডেকেছিল শাসক গোষ্ঠীর শরিক দল আইপিএফটি৷ মঙ্গলবার সন্ধ্যায় আইপিএফটির নেতৃত্বরা এই বন্ধ প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছিলেন৷ কিন্তু, মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থানে এডিসি এলাকায় বন্ধ পালন করেছে আইপিএফটির বিক্ষোব্ধ গোষ্ঠী৷ বন্ধের ফলে ঐসব এলাকায় কোন যানবাহন চলেনি৷ এমনকি দোকানপাটও খুলেনি৷ বহু সুকলে তালা ছিল৷ পরীক্ষা স্থগিত রাখা হয়৷ প্রশ্ণ উঠেছে যেখানে আইপিএফটির রাজ্য নেতৃত্ব এই বন্ধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, তারপরও বিভিন্ন এলাকায় বন্ধ পালন করেছে বিক্ষুব্ধ গোষ্ঠী৷ মূলত আইপিএফটির মধ্যে যে গোষ্ঠী কোন্দল রয়েছে তা আবারও প্রমাণিত হল৷ তবে বন্ধকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷
সংবাদে প্রকাশ, এডিসি এলাকায় বন্ধ ডাকার প্রেক্ষিতে আগে থেকেই পুলিশ প্রশাসনের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল৷ সোমবার রাতে মহাকরণে ভিলেজ কমিটির উপভোট যাতে শীঘ্রই করা যায়, এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবারই মহাকরণে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন৷ বৈঠকে হাই পাওয়ার মডালিটি কমিটির কাজও যাতে দ্রুততার সাথে সম্পন্ন করা যায় সে ব্যপারেও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে৷ রাত সাড়ে আটটায় এই সিদ্ধান্তের পরই আইপিএফটির পক্ষ থেকে এডিসি এলাকায় বুধবার ১২ ঘন্টার যে বন্ধ আহ্বান করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়৷ দলের সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা মঙ্গলবার বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন৷
এদিন, বন্ধ ডেকে আইপিএফটির বিক্ষুব্ধ গোষ্ঠী জানান দিয়েছে যে দলের মধ্যে একাংশ নেতৃত্বের উপর আস্থা নেই সাধারণ কর্মীদের৷ তারই প্রেক্ষিতে এদিন বন্ধ পালন করা হয়েছে৷ বুধবার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এডিসি ভিলেজে বন্ধ সর্বাত্মক সফল হয়েছে৷ মহকুমা শাসকের অফিসও এদিন বন্ধ ছিল৷ কোন ধরনের কাজকর্ম হয়নি৷ গন্ডছড়ার রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে৷ এই বন্ধের মাধ্যমে আইপিএফটির মধ্যে যে গোষ্ঠী কোন্দল রয়েছে তা প্রকাশ্যে এসেছে৷ প্রসঙ্গত, আইএনপিটি নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে আইএনপিটি দশ ডিসেম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *