BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম চারজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/কমলাসাগর, ২০ নভেম্বর ৷৷ মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহ কুমার অন্তর্গত প্রতিছরি এলাকায় জেসিবি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয় বাইক চালক জিৎ মারাক (৩২) নামে এক ব্যক্তি৷ ঘটনার বিবরণে জানায় টি আর ০৩ সি ৪৫৩১ নাম্বারের বাইকে চেপে জিৎ মারাক উনার বাড়ির উদ্দেশ্যে রওয়ান হয়৷ জিৎ মারাকের বাড়ি করবুক মহকুমার অন্তরগত শুকনাছরি এলাকায়৷ উনি প্রতিছরি এলাকায় পৌঁছাতে টি আর০৮১৬৬৬ নাম্বারের জেসিবির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে বাইক সহ জিৎ মারাক রাস্তায় পরে যায় ও উনি গুরুতর আহত হন৷ ঘটনার খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং জিৎ মারাককে গোমতি জেলা হাসপাতালে পাঠানো হয় জানা যায় জিৎ মারাকের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসারত ডাক্তার জিৎ মারাককে জিবি হাসপাতালে রেফার করেন৷ অপরদিকে রাত ৮ ঘটিকা নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র এলাকায় রাস্তা পার  হতে গিয়ে টি আর ০৩২৪২৬ নাম্বারের কমান্ডার গাড়ির ধাক্কা খেয়ে প্রাণ  হারালো ৬ষ্ঠ শ্রেণিতে পাঠরত আকাশ সাহা (১৩) নামে এক যুবক৷ জানা যায় যুবকটির বাড়ি রাজাপুর এলাকায়৷ উর বাবা অনেক আগেই বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছেন৷ মা ভি ক্টুরানী সাহা আর্থিক কষ্ঠের মধ্য দিয়ে কোনো মতে ছেলের লেখাপড়া করাচ্ছিলেন৷ মঙ্গলবার রাত্রিবেলায়  বীরচন্দ্র বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দিতে রাস্তাপার  হবার সময় কমান্ডার গাড়ি সজোরে এেেস আকাশ সাহাকে ধাক্কা দেয়৷ গাড়ির ধাক্কা খেয়ে আকাশ সাহা রাস্তায় লুটিয়ে পরে ও পরবর্তী সময়ে প্রাণ  হারায়৷ মন  পাথর ফাঁড়ি থানার পুলিশ গিয়ে গাড়ি চালককে ধরতে পারেননি৷ খালিগাড়িটি মন পাথর ফাঁড়ি থানায় নিয়ে আসেন৷ পর পর দুইটি দুর্ঘটনায় শাতিরবাজারের লোকজনদের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে  ও আকাশ সাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

এদিকে, ত্রিপুরার রাজ্যে সড়ক দুর্ঘটনার মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে৷ প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে৷ জানা গেছে, সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ বর্তমানে তাঁদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক৷ ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার গভীর রাতে টিআর-০৬-০২৮০ নম্বরের একটি ওয়াগন আর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সংগীত মহাবিদ্যালয় সংলগ্ণ আইবি কোয়ার্টারের বাউন্ডারি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে৷ এতে গাড়িটি দুমুড়ে মুচড়ে যায়৷ প্রচন্ডভাবে আহত হন গাড়ির চালক সহ দুজন৷ জানা গেছে, পরে তাঁদের আশঙ্কাজন অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আহতদের মধ্যে একজন তেলিয়ামুড়ার ব্রহ্মছড়ার জয়দীপ রায় এবং অপরজন আমতলী গাবতলীর দেবজিত রায়৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে৷ পুলিশ জানিয়েছে, সম্ভবত তাঁরা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভুবনবন এসেছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *