BRAKING NEWS

আইজিএম হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক, দরপত্র আহ্বান ডিসেম্বরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ আইজিএম হাসপাতালে নবনির্মিত বহুতল ভবনে ২০১৯ সালের জুনের মধ্যেই সুপার স্পেশালিটি ব্লক চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তেমনি জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকটি ২০২০ সালের জানুয়ারির মধ্যে চালু করতে চাইছে রাজ্য সরকার৷ দুটি হাসপাতালেই সুপার স্পেশালিটি ব্লক পিপিপি মডেলে চালু হবে৷ মঙ্গলবার মহাকরণে স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক সাংবাদিকদের একথা জানিয়েছেন৷ তাঁর বক্তব্য, প্রাথমিক ভাবে আইজিএমে সুপার স্পেশালিটি ব্লক চালু করার জন্য আগামী ডিসেম্বরেই দরপত্র আহ্বান করা হবে৷

এদিন তিনি জানিয়েছেন, জাতীয় স্তরের বিভিন্ন হাসপাতালের সাথে আইজিএমে সুপার স্পেশালিটি ব্লক খুলার বিষয়ে আলোচনা হয়েছে৷ তাতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে৷ রাজ্য সরকার জমি ও তৈরি বাড়ি দেবে৷ কিন্তু, সুপার স্পেশালিটি ব্লক খুলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত সমস্ত কিছুই বেসরকারী হাসপাতাল ব্যবস্থা করবে৷ এমনকি বিশেষজ্ঞ চিকিৎসকদেরও তারাই রাজ্যে আনবে৷ শ্রী ভৌমিকের মতে, ত্রিপুরা সহ পাশ্ববর্তী রাজ্য অসম এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বহু রোগী ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন৷ সর্বসুবিধা সম্পন্ন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে হাসপাতাল আগরতলায় গড়ে উঠলে ওই রোগীরা আগরতলাতেই চিকিৎসার জন্য আসবেন৷ তাতে স্বাস্থ্য পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷

এদিন তিনি আরও জানিয়েছেন, রাজ্যে অবস্থিত বিভিন্ন ব্যাঙ্কের সাথে ঋণ নিয়ে তিনি আলোচনা করেছেন৷ কারণ, সুপার স্পেশালিটি ব্লক গড়ে তুলতে অন্তত ৫০ থেকে ৬০ কোটি টাকা খরচ হবে৷ ওই টাকা ঋণ হিসেবে পাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হতে পারে কিনা সেই বিষয়গুলি নিয়েই ব্যাঙ্ক আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে৷ ঋণ দিতে ব্যাঙ্কগুলি প্রস্তুত তা ওই দিনের বৈঠকে ব্যাঙ্ক আধিকারিকরা আশ্বাস দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *