BRAKING NEWS

হাটবার পরিবর্তনের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ ব্যবসায়ীদের, তেলিয়ামুড়ায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ নভেম্বর৷৷ হাটবারের দিনক্ষণ পরিবর্তনের বিরোধীতা করে জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা৷

শনিবার তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা৷ ছবি নিজস্ব৷

ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া বাজারে শনিবার সকালে৷ দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা পরে সড়ক অবরোধ তোলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা৷ সংবাদে জানা গিয়েছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের ৩৭ মাইলস্থিত সাপ্তাহিক হাট বসে শনিবার৷ সেখানেও তেলিয়ামুড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসার জন্য দোকান দেয়৷ বিগত কয়েক দিন আগে বাজারের হাটের দিন পরিবর্তন করে শুক্র ও সোমবার করা হয়৷ এদিকে, তেলিয়ামুড়া মহকুমা বাজারও শুক্রবার ও সোমবার বসে৷ আর এই বাজারকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরের পার্শ্ববর্তী এলাকাসহ তৈদু, অম্পি, আমবাসা, কল্যাণপুর সহ খুচরো ও পাইকারী ক্রেতা বিক্রেতারা ভীড় জমায়৷

এদিকে, ৩৭ মাইলস্থিত হাটবারের দিনক্ষণ পরিবর্তন করে শুক্রবার ও সোমবার করায় তেলিয়ামুড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই বাজারে যেতে পারেন না৷ কারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা তৈদু, অম্পি, কল্যাণপুর সহ আমবাসাস্থিত সাপ্তাহিক হাট করে সংসার চালায়৷ অন্যদিকে, মুঙ্গিয়াকামী বাজারের হাটবার পরিবর্তন করায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক প্রাভব পড়েছে৷ তাই সোমবার সকাল আটটা নাগাদ এর প্রতিবাদে তেলিয়ামুড়া বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা৷ অবরোধের খবর পেয়ে মহকুমা প্রশাসনের একদল উচ্চপদস্থ আধিকারীকরা  ঘটনাস্থলে পৌঁছে এবং অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন৷ কিন্তু, আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করতে নারাজ৷ রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়ক কল্যাণী রায়ের সাথে আলোচনার মাধ্যমে সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়৷

এদিকে, ক্ষুদ্র ব্যবসায়ীদের অবরোধের ফলে কয়েকশ গাড়ি জাতীয় সড়কের উভয় দিকে আটকা পড়ে যায়৷ দীর্ঘ আড়াই ঘন্টা পর অবরোধ তোলা হয়৷ অবরোধের ফলে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ তাছাড়া রাস্তার উপর টায়ার জ্বালিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *