BRAKING NEWS

যুব উৎসবে কেলেংকারীর অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত দাবী করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ ষষ্ঠ পূর্বোত্তর যুব উৎসবে বিরাট কেলেংকারীর অভিযোগ এনে প্রদেশ কংগ্রেস বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে৷ শুধু তাই নয়, রাজ্য সরকারকে সাত দিনের মধ্যে তদন্ত শুরু করার জন্য সময় বেঁধে দিয়েছে দল৷ শনিবার সাংবাদিক সম্মেলনে যুব উৎসবে দূর্নীতি নিয়েছে রাজ্য সরকারের উপর এইভাবেই চাপ বাড়াল প্রদেশ কংগ্রেস৷ দলের প্রদেশ সহ-সভাপতি তাপস দে’র কথায়, রাজ্যের ক্ষমতা দখল করেই দায়িত্ব ভুলে গিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকার লুটপাঠ শুরু করে দিয়েছে৷

এদিন শ্রীদে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে যুব উৎসব উদযাপনের জন্য ৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়েছে৷ সেই টাকা লুঠ চলছে৷ তাঁর অভিযোগ, দরপত্র আহ্বান না করেই কাজের বরাত দেওয়া হয়েছে৷ এর জন্য তিনি যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারীকদের নিশানা করেছেন৷ তাঁর কথায়, সরকারী অর্থ লুঠের জন্যই দরপত্র ছাড়াই কাজের বরাত দেওয়া হয়েছে৷ এই দূর্নীতির দায় রাজ্য সরকারকে মাথা পেতে নিতে হবে৷

তিনি বলেন, চারদিনব্যাপী যুব উৎসবে ১২০০ প্রতিনিধি অংশ নেবেন বলে দপ্তরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক আয়োজনও করা হয়েছিল৷ কিন্তু, বিভিন্ন রাজ্য থেকে মাত্র ৬২৯ জন প্রতিনিধি এই যুব উৎসবে অংশ নিয়েছেন৷ তিনি বলেন, যুব উৎসবে অংশগ্রহণকারীদের খাবার বাবদ খরচ ৮০ লক্ষ টাকা স্থির করা হয়েছে৷ অথচ, অংশগ্রহণকারীর সংখ্যায় কম হলেও, তাঁদের উৎকৃষ্ট খাবার সরবরাহ করা হয়নি৷ তাঁর দাবি, যুব উৎসবের বিজ্ঞাপনে ১ কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছিল দপ্তর৷ কিন্তু, প্রচারের নমুনায় তা প্রতিফলিত হয়নি৷

এদিন শ্রীদে যুব উৎসবকে ঘিরে অর্থের নয়ছয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যুব ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা, সহ অধিকর্তা সুমিত দেববর্মা এবং বিপ্লব দত্ত সাথে যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেবকে দায়ী করেছেন৷ পাশাপাশি তাপসবাবু গানের জলসা দেখার জন্য পাস বিতরণে চরম জালিয়াতির অভিযোগ এনেছেন৷  এর জন্যও তিনি দপ্তরকেই দায়ী করেছেন৷ তাঁর কথায়, গানের জলসা দেখার জন্য যে পাস বিলি করা হয়েছে তা সহজেই নকল করা যাচ্ছে৷ ওই নকল পাস ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে৷

প্রদেশ কংগ্রেস যুব উৎসবকে ঘিরে সমস্ত আর্থিক লেনদেনের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে, বলেন শ্রী দে৷ তিনি রাজ্য সরকারকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন৷

এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা রাজ্যে বিমান পরিষেবা নিয়ে যে সংকট দেখা দিয়েছে তা দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *