মুখ বন্ধ খামে সিভিসি-র তদন্ত রিপোর্ট অলোক বর্মাকে দেবে সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ২০ নভেম্বর

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): মুখবন্ধ খামে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)| তিনটি মুখবন্ধ খামে, সিভিসি-র তদন্ত রিপোর্ট জমা পড়েছে শীর্ষ আদালতে| শুক্রবার এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, সিভিসি-র তদন্ত রিপোর্ট মুখ বন্ধ খামে সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে দেওয়া হবে| সিভিসি-র তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তিনি (অলোক বর্মা) নিজের প্রতিক্রিয়া জানাতে পারেন| এরপরই সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত| পাশাপাশি সিভিসি-র তদন্ত রিপোর্ট সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে দিতে রাজি হয়নি শীর্ষ আদালত| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ নভেম্বর, মঙ্গলবার|
আভ্যন্তরীন দ্বন্দে রীতিমতো জর্জরিত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| গত ২৬ অক্টোবর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-কে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, দু’সপ্তাহের মধ্যে অলোক বর্মার বিরুদ্ধে রাকেশ আস্থানার আনা অভিযোগের তদন্ত শেষ করে, সেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে| শীর্ষ আদালতের নির্দেশ মতোই, গত সোমবার মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)| পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছিল ১৬ নভেম্বর| শুক্রবার এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, সিভিসি-র তদন্ত রিপোর্ট মুখ বন্ধ খামে সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে দেওয়া হবে| সিভিসি-র তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তিনি (অলোক বর্মা) নিজের প্রতিক্রিয়া জানাতে পারেন| এরপরই সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত|
এদিন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার ভূয়শী প্রশংসা করে প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মাণিয়াম স্বামী বলেছেন, ‘তিনি (সিবিআই ডিরেক্টর অলোক বর্মা) যখন দিল্লি পুলিশ কমিশনার ছিলেন তখন থেকেই তাঁর সঙ্গে পরিচয়| এয়ারসেল-ম্যাক্সিস-সহ অন্যান্য মামলায় সিবিআই-এ কাজ করতে দেখেছি তাঁকে| আমার মতে তিনি একজন সত্ মানুষ| তাঁর প্রতি বহু অবিচার করা হয়েছে| আমি আশা রাখছি সুপ্রিম কোর্টে তিনি বিচার পাবেন|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *