পারিবারিক অশান্তির জের, সচিবালয়ে আত্মঘাতী দিল্লি পুলিশের হেড কনস্টেবল

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): দিল্লি সচিবালয়ের ভিআইপি পার্কিং লটে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবল| আত্মঘাতী হেড কনস্টেবলের নাম হল, সোহনবীর (৩৫)| শুক্রবার সকালে সচিবালয়ের ভিআইপি পার্কিং লটে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালান হেড কনস্টেবল সোহনবীর| রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| কি কারণে তিনি আত্মঘাতী হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণেই সম্ভবত আত্মঘাতী হওয়ার মতো চরম সিদ্ধান্ত বেছে নিয়েছেন হেড কনস্টেবল সোহনবীর|
দিল্লি পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, ‘শুক্রবার সকালে দিল্লি সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন হেড কনস্টেবল সোহনবীর (৩৫)| সকাল তখন ৫.৫৩ মিনিট হবে, ফোন করে অবহিত করা হয়, সচিবালয়ের ভিআইপি পার্কিং লটে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন হেড কনস্টেবল সোহনবীর| একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি| ঘটনার তদন্ত শুরু হয়েছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *