BRAKING NEWS

পরিবারের বাইরে একজন ভালো নেতাকে সভাপতি করা দেখান, কংগ্রেসকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর

অম্বিকাপুর (ছত্তিশগড়), ১৬ নভেম্বর (হি.স.): মাওবাদীদের হুঁশিয়ারি, রক্ত ঝরেইপ্রথম দফার ভোট মিটেছে ছত্তিশগড়ে| তা সত্ত্বেও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে| এ প্রসঙ্গে ছত্তিশগড়ের অম্বিকাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ‘উচ্চ ভোটিং শতাংশের জন্য বস্তার রিজিওনের মানুষকে কি প্রশংসা করা উচিত নয়? তাঁদের প্রশংসা করে আমি জানাতে চাই, ২০ নভেম্বরের ভোটে শতাংশের নিরিখে বস্তার অঞ্চলের থেকেও বেশি পড়া উচিত|’ আগামী ২০ নভেম্বর, সোমবার ছত্তিশগড়ে দ্বিতীয় পর্যায়ের ভোট| দ্বিতীয় পর্যায়ের ভোট প্রচারের উদ্দেশ্যে শুক্রবার ছত্তিশগড়ের অম্বিকারপুরের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অম্বিকাপুরের জনসভা থেকে কড়া ভাষায় কংগ্রেসকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর কথায়, ‘মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্য তৈরি করেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী| শান্তিতেই বিভক্ত করা হয়েছিল, দুই রাজ্যই এখন দ্রুততার সঙ্গে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে| কিন্তু, দেখুন তেলেঙ্গানা তৈরির সময় কত বড় ভুল করেছিল কংগ্রেস|’ কংগ্রেসকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সাড়ে ৪ বছর হতে চলল, তাঁরা এখনও ভাবতেই পারছে না আমি প্রধানমন্ত্রী| তাঁরা এখনও কেঁদেই চলেছে, একজন ‘চাওয়ালা’ কিভাবে প্রধানমন্ত্রী হল? এখন তাঁরা বলছে, একজন মহান ব্যক্তির জন্য ‘চাওয়ালা’ প্রধানমন্ত্রী হয়েছে|’
কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘তাঁদের প্রতি আমার চ্যালেঞ্জ, পরিবারের বাইরে একজন ভালো নেতাকে পাঁচ বছরের জন্য কংগ্রেস সভাপতি করা দেখান| তবেই, ৱুঝব নেহরুজী সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছিলেন কংগ্রেসের অন্দরে|’ নোটবাতিল নিয়ে প্রথম দিন থেকেই মোদী সরকারকে ধারাবাহিকভাবে আক্রমণ করে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপি-বিরোধী নেতারা| ছত্তিশগড়ে ভোটপ্রচারে গিয়ে বিমুদ্রাকরণ নিয়েও এদিন বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| জনসভায় উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ‘এখানে উপস্থিত মানুষজনদের মধ্যে কেউই এখন নোটবন্দীর জন্য কাঁদছেন না| শুধুমাত্র একটি পরিবার এখনও কেঁদেই চলেছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *