কোচি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলেন ত্রুপ্তি দেশাই, ক্ষোভ-প্রতিবাদ অব্যাহত

কোচি, ১৬ নভেম্বর (হি.স.): আশঙ্কা ছিল, আর সেই আশঙ্কাই সত্যি হল। ১৭ নভেম্বর, শনিবার কেরলের শবরীমালা মন্দির দর্শনে যাওয়ার কথা বিশিষ্ট সমাজসেবী তথা ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই-এর| শুধুমাত্র ত্রুপ্তি দেশাই নন, ওই দিন শবরীমালা মন্দির দর্শনে যাওয়ার কথা আরও ছ’জন মহিলার। ত্রুপ্তির সফরকে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা ছিল, আর সেই আশঙ্কাই সত্যি হল। শনিবার (১৭ নভেম্বর) যাবেন শবরীমালা মন্দির, তার আগে শুক্রবার সকালেই কোচি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে গিয়েছেন ত্রুপ্তি দেশাই। ত্রুপ্তি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর আগে থেকেই বিমানবন্দরের বাইরে শুরু হয়ে গিয়েছিল বিক্ষোভ-প্রতিবাদ। ত্রুপ্তি বিমানবন্দরে নামতেই আরও প্রতিবাদী হয়ে ওঠেন আয়াপ্পা ভক্তরা। কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এম এন গোপি নামে একজন প্রতিবাদী জানিয়েছেন, নিজস্ব গাড়িতে করেই বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হবে ত্রুপ্তিকে। তাঁর সমস্ত যাত্রাপথেই বিক্ষোভ দেখানো হবে।
প্রসঙ্গত, নিরাপত্তার দাবিতে ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছেন ত্রুপ্তি দেশাই| যদিও, কেরল সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ত্রুপ্তিকে কিছুই জানানো হয়নি| শুক্রবার কোচি রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রুপ্তি জানিয়েছেন, ‘প্রতিবাদ কখনই হিংসায় পরিণত হওয়া উচিৎ নয়। কেরল সরকার আমাদের নিরাপত্তা না দিলেও, আমার শবরীমালা মন্দিরে অবশ্যই যাবো। আমাকে হয়তো আক্রমণ করা হতে পারে। এযাবৎ বহু প্রাণনাশের হুমকিও পেয়েছি আমি।’
উল্লেখ্য, কেরলের শবরীমালা মন্দিরে সমস্ত বয়সি মহিলাদের প্রবেশাধিকার নিয়ে এমনিতেই বিতর্ক তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ঋতুমতী মহিলারা শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারেননি। এমতাবস্থায় শনিবার, ১৭ নভেম্বর পুনরায় খুলছে ভগবান আয়াপ্পার মন্দির| মাদালা-মক্করভিলাক্কু পুজো উপলক্ষ্যে দু’মাসের জন্য খুলছে শবরীমালা মন্দিরের দরজা। ওই দিনই শবরীমালা মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *