BRAKING NEWS

২৬/১১ হামলার দশ বছর পূর্তিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা, কড়া সতর্কতা জারি

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.) : ফের ভারতের মাটিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় কড়া সতর্কতা জারি রাজধানীতে৷ এমনকি সতর্কতা জারি করা হয়েছে পঞ্জাবেও৷ মুম্বইয়ে ২৬/১১ হামলার দশ বছর পূর্তির দিনে বা তার আগে ভারতে বড়সড় হামলা করতে পারে জঙ্গিরা৷ সন্ত্রাসবাদীদের নিশানায় সম্ভবত রাজধানী দিল্লি৷ এমন আশঙ্কায় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা৷ তাদের এই চিন্তার কারণ গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট৷ এই রিপোর্টে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে পাঞ্জাব হয়ে দিল্লি ঢুকবে ৬-৭ জনের জঙ্গি দল৷ গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পরই দিল্লির নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে৷
গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৬ থেকে ৭ জনের একটি জঙ্গি দল সীমান্ত পেরিয়ে পাঞ্জাবে ঢুকে পড়েছে৷ ওই জঙ্গিরা নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সদস্য৷ অনুমান তারা এখন পাঞ্জাবে ফিরোজপুরে গা ঢাকা দিয়ে আছে৷ সুযোগ বুঝে পাড়ি দেবে দিল্লি৷ জঙ্গিদের আটকাতে ইতিমধ্যে পাঞ্জাব পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে৷ রাজ্যের নিরাপত্তা বাড়াতে ও জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে বলা হয়েছে৷ একই সঙ্গে পাক সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশি নজরদারি আরও বাড়ানোর উপর জোর দিতে বলা হয়েছে৷
এই গোয়েন্দা রিপোর্ট সামনে আসার দু’দিন আগেই পাঞ্জাবের পাঠানকোটের কাছে মাধোপুর এলাকায় একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ মঙ্গলবার রাতে চারব্যক্তি জম্মু থেকে গাড়ি ভাড়া করে পাঞ্জাবে আসছিল৷ এমন সময় অসুস্থতার কারণ দেখিয়ে মাধোপুরের কাছে গাড়িটি দাঁড় করায় তারা৷ এরপরই চার দুষ্কৃতি গাড়ি চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে সেটি ছিনতাই করে পালিয়ে যায়৷
উল্লেখ্য, ২০১৬ সালে পাঠানকোটে বায়ুসেনা শিবিরে হামলার আগে ঠিক একই রকম কায়দায় গাড়ি ছিনতাই করে জঙ্গিরা৷ দুটি ঘটনার মধ্যে এমন সাদৃশ্য কাকতালীয় নাকি সত্যি সত্যিই অন্য কোনও উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ পাঠানকোটের পুলিশ সুপার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে৷ এই ঘটনার পরই পাঠানকোটের নিরাপত্তা বাড়ানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *