BRAKING NEWS

নভেম্বর শবরীমালা মন্দির দর্শনে যাচ্ছেন ত্রুপ্তি দেশাই, বিশৃঙ্খলার শঙ্কা

তিরুবনন্তপুরম, ১৫ নভেম্বর (হি.স.): আগামী ১৭ নভেম্বর, শনিবার কেরলের শবরীমালা মন্দির দর্শনে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী তথা ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই| শুধুমাত্র ত্রুপ্তি দেশাই নন, ওই দিন শবরীমালা মন্দির দর্শনে যাবেন আরও ছ’জন মহিলা| ত্রুপ্তির সফরকে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে, তাই ইতিমধ্যেই নিরাপত্তার দাবিতে কেরলের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছেন ত্রুপ্তি দেশাই| যদিও, কেরল সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ত্রুপ্তি কে কিছুই জানানো হয়নি| এ প্রসঙ্গে ত্রুপ্তি জানিয়েছেন, ‘কেরল সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমাকে কিছুই জানানো হয়নি| যদিও কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেক্ষেত্রে দায়ভার কেরলের মুখ্যমন্ত্রী এবং ডিজিপি-র|’
আগামী শনিবার, ১৭ নভেম্বর পুনরায় খুলছে ভগবান আয়াপ্পার মন্দির| মাদালা-মক্করভিলাক্কু পুজো উপলক্ষ্যে দু’মাসের জন্য খুলছে শবরীমালা মন্দির| আরও ওই দিনই শবরীমালা মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই| শবরীমালা মন্দির পুনরায় খোলার প্রাক্কালে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন| এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে| সুপ্রিম নির্দেশের বিরোধিতা করতে পারে না সরকার| ভক্তদের আবেগকে আমরা শ্রদ্ধা করি| সর্বোচ্চ আদালতের নির্দেশ বাস্তবসম্মত করতে আমরা বাধ্য|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *