সোনিয়ার ডাকে দিল্লি যাচ্ছেন মমতা

কলকাতা, ১৫ নভেম্বর (হি.স): আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবার কোমড় বেঁধে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ ফের দু’দিনের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন তিনি ৷ বিরোধী জোটের পাল শক্ত হাতে ধরতে আগামী ২১ নভেম্বর দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে অবশ্য ১৯ শে নভেম্বর একই উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ তারপরেই দু’দিনের কর্মসূচিতে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নে সাক্ষাতের পরেই ২২ নভেম্বর চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা হওয়ার কথা ৷
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে মহাজোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরোধী দল গুলোর নেতারা ৷ প্রথম থেকেই তাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ দক্ষিণ ভারতে চন্দ্রবাবু নাইডু ও পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দায়িত্ব চাপিয়ে ২০১৯-এর রণকৌশল চূড়ান্ত করতে চাইছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী ৷
তাই, ২০১৯-এর নির্বাচনে বিজেপিকে হারাতে বৈঠকে বসবেন জাতীয় রাজনীতির অন্যতম দুই মুখ ৷ বিরোধীদের এক ছাতার নিচে এনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ৷ তবে, কংগ্রেসের জোটের প্রস্তাবে এখনও তৃণমূলের তরফে কোনও সবুজ সংকেত দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয় ৷ তবে, তৃণমূল ও কংগ্রেসের জোট হোক, কিংবা না হোক, তা যে বিজেপি বিরোধিতায় কোনও ভাবেই বাধা হবে না বলেই মত রাজনৈতিক মহলের ৷
আগামী বছরের ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কংগ্রেসের তরফেও চলছে লাগাতার বিজেপি বিরোধিতা ৷ তৃণমূল সূত্রের খবর, ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ মঞ্চে হাজির থাকার জন্য সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতস্তরে সম্পর্ক রয়েছে সোনিয়া গান্ধীর ৷ যখন, যে কোনও প্রয়োজনে সোনিয়ার আমন্ত্রণে একবাক্যে দিল্লি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় কাজে যতবারই মুখ্যমন্ত্রী রাজধানী সফরে গিয়েছেন, ততবারই সোনিয়ার সঙ্গে দেখা করেই ফিরেছেন ৷ ফলে, এবারও ২১ নভেম্বর ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর আমন্ত্রণে রাজধানীতে গিয়ে বিরোধী জোটের কমান্ড ধরতে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *