BRAKING NEWS

রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোটে লড়বে অশোক গেহলট এবং শচীন পাইলট

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : রাজস্থান বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে সর্বস্ব দিয়ে লড়াইয়ের বদ্ধপরিকর কংগ্রেস। সেই জন্য দলের প্রাজ্ঞ দুই নেতাকে নির্বাচনে দাড় করাল কংগ্রেস। আসন্ন রাজস্থানে বিধানসভা নির্বাচনে লড়বেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট। বুধবার সাংবাদিক সম্মেলনে অশোক গেহলটকে পাশে বসিয়ে এমনই জানালেন শচীন পাইলট স্বয়ং।

এদিন শচীন পাইলট বলেন, ‘কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নির্দেশ এবং গেহলটজির অনুরোধে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’আগামী ৭ই ডিসেম্বর রাজস্থানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে রাজস্থানে কংগ্রেসের মধ্যে দলীয় কোন্দলের কথা প্রকাশ্যে এসেছে। দলীয় কোন্দলের অভিযোগকে খারিজ করে দিয়ে শচীন পাইলট জানিয়েছেন, কংগ্রেসের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। এখন এই সব কথা বন্ধ হওয়া দরকার। আমরা সবাই মিলে সংঘবদ্ধ ভাবে নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত করার জন্য ঝাপাবো।

বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট জানিয়েছেন, বহু মানুষ কংগ্রেসে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু শেষ সিদ্ধান্ত নেবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী স্বয়ং। পাঁচটি রাজ্যে আমাদের দলীয় শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বিজেপি ভয়েতে রয়েছে। বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে অশোক গেহলট বলেন, আগে অমিত শাহ ১৮০টি আসন জয় করার কথা বলতেন। কিন্তু এখন তিনি নীরব। দেশের স্বাধীনতা সংগ্রামে বিজেপি এবং আরএসএস-এর কোনও অবদান নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *