মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গেল শিশুকে, আগ্রায় বানরের অত্যাচারে মৃত্যু সদ্যোজাতর

আগ্রা, ১৩ নভেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের আগ্রায় কাছেরা মহল্লা এলাকায় মায়ের কোল থেকে টেনে নিয়ে গিয়ে কামড়ে, থেঁতলে প্রতিবেশীর ছাদে গুরুতর জখম অবস্থায় ১২ দিনের একটি সদ্যোজাত শিশুকে ফেলে পালাল একটি বানর। হাসপাতালে নিয়ে গেলে সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। ঘটনায় সন্ত্রস্ত শিশুটির পরিবার। সদ্যোজাতর পরিবার সূত্রে খবর, সোমবার বিকেলে বাড়ির বাইরে সানি নামের ১২ দিনের ওই পুত্রসন্তানকে খাওয়াচ্ছিলেন তার মা। হঠাৎই একটি বানর তাকে আক্রমণ করে শিশুটিকে তার কোল থেকে টেনে নিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা বানরটিকে ধাওয়া করে এক প্রতিবেশীর ছাদ থেকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরিবারের এক সদস্য জানিয়েছেন, তড়িঘড়ি শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে জানান ডাক্তাররা। কিন্তু, তা মানতে চায়নি ওই সদ্যোজাতর পরিবার। অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ব্যাপারে পরিবেশকর্মী শ্রাবণ কুমারের বক্তব্য, প্রাকৃতিক আবাসস্থল এবং অরণ্য ক্রমশ সঙ্কুচিত হয়ে আসায় ক্ষিপ্ত হয়ে উঠছে বানরেরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগ্রায় বানরের অত্যাচার বেড়েই চলেছে, বিশেষত মহিলা ও শিশুদের বেশি আক্রান্ত হতে হয় এই বানরদের কবলে। স্থানীয় বিজয় নগর কলোনির অধিবাসী সীমা গুপ্তা জানিয়েছেন, বানরের উপদ্রবে কেউ বাড়ির ছাদে যেতে পারেন না, এছাড়াও যাদের বাড়িতে লোহার গ্রিলগেট নেই তারা বাড়ির দরজাও খোলা রাখতে পারেন না একমূহুর্ত। রোদেও বসতে পারেন না ত্রস্ত এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *