প্রয়াত মার্বেল কমিকস ‘সুপার হিরো’ স্ট্যান লি, ৯৫ বছরে জীবনাবসান স্পাইডার ম্যানের স্রষ্টার

নিউ ইয়র্ক, ১৩ নভেম্বর (হি.স.): স্পাইডার ম্যান, দ্য এক্স-ম্যান, থর, আয়রন ম্যান, ব্ল্যাক প্যানথার এবং দ্য ফ্যানটাস্টিক ফর-দুনিয়া কাঁপানো এমনই সব ‘আইকনিক’ চরিত্রের স্রষ্টা স্ট্যান লি প্রয়াত হলেন| গোটা বিশ্বকে শোকস্তব্ধ করে ৯৫ বছর বয়সে জীবনাবসান হয়েছে মার্বেল কমিক্স বই লেখক, সম্পাদক এবং পাবলিশার্স স্ট্যান লি-র| স্ট্যান লি-র মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর মেয়ে জেসি জানিয়েছেন, ‘আমার বাবা তাঁর সমস্ত ভক্তদের ভালোবাসতেন| তিনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শালীন মানুষ ছিলেন|’ স্ট্যান লি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও চোখের সমস্যা-সহ বেশ কয়েকটি অসুখে ভুগছিলেন| স্থানীয় সময় অনুযায়ী, সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের সায়দার-সিনাই মেডিক্যাল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি|
কালজয়ী সমস্ত কমিক্সের স্রষ্টা হলেন স্ট্যান লি| ১৯৩৯ সালে তাঁর ব্যবসা শুরু| স্পাইডার ম্যান, দ্য এক্স-ম্যান, থর, আয়রন ম্যান, ব্ল্যাক প্যানথার, দ্য হল্ক, ডেয়ারডেভিল, অ্যান্ট-ম্যান এবং দ্য ফ্যানটাস্টিক ফর-দুনিয়া কাঁপানো এমনই সব ‘আইকনিক’ চরিত্রের স্রষ্টা স্ট্যান হলেন স্ট্যান লি| মার্বেল কমিকস ‘সুপার হিরো’-র মৃত্যু কমিক্স জগতে অপূরণীয় ক্ষতি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *