BRAKING NEWS

শিক্ষকদের প্রশিক্ষণ দিতে রাজ্যে আসছে এনসিইআরটি টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ইংরেজি, বিজ্ঞান এবং অংক বিষয়ে রাজ্যের শিক্ষক- শিক্ষিকাদের প্রশিক্ষণ দিতে এনসিইআরটি’র ৫ হাজার জন প্রশিক্ষনার্থীদের টিম খুব শীঘ্রই রাজ্যে আসবে৷ কারণ, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে এনসিইআরটি’র সিলেবাস চালু হচ্ছে৷ তাই শিক্ষক-শিক্ষিকাদের ওই নতুন সিলেবাস ছাত্র-ছাত্রীদের কিভাবে পড়ানো উচিত তার প্রশিক্ষণ খুবই জরুরি বলে মনে করছে রাজ্য সরকার৷ রবিবার নব নিযুক্ত শিক্ষকদের অভ্যর্থনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ সম্পর্কে সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ সাথে তিনি শিক্ষক- শিক্ষিকাদের বদলি নিয়ে আশ্বস্ত করে বলেছেন, স্বাভাবিক পদ্ধতি মেনেই শিক্ষক -শিক্ষিকাদের বদলি করা হবে৷ যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব হয়৷
এদিন এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত সুকলগুলিতে প্রথম শ্রেণি থেকে নবন শ্রেণি এবং একাদশ শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষ থেকেই এনসিইআরটির সিলেবাস চালু হচ্ছে৷ দশম ও দ্বাদশ শ্রেণীতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এনসিইআরটির সিলেবাস চালু হবে৷ নতুন এই সিলেবাসে শিক্ষক-শিক্ষিকাদের যাতে কোনও অসুবিধা না হয় সেই বিষয়ে ভেবেছে রাজ্য সরকার৷ এনসিইআরটির ৫ হাজার জনের প্রশিক্ষনার্থীদের টিম খুব শীঘ্রই রাজ্যে এসে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেবে৷ ছাত্র-ছাত্রীদের এনসিইআরটির সিলেবাস অনুসরণ করে কিভাবে পড়াতে হবে তা শিক্ষক- শিক্ষিকাদের বোঝাবে ওই টিম৷ তাতে ধারনা করা হচ্ছে নতুন সিলেবাসে পড়াতে গিয়ে অসুবিধার সম্মূখিন হবেন না শিক্ষক-শিক্ষিকারা, দাবি শিক্ষামন্ত্রীর৷
এদিন তিনি বদলি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকাদের আশ্বস্ত করেছেন৷ রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে শিক্ষক-শিক্ষিকাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ, তাও এদিন তিনি মনে করিয়ে দিয়েছেন৷ তাঁর কথায়, ১৫ ডিসেম্বরের পর থেকে স্বাভাবিক পদ্ধতি মেনেই শিক্ষক-শিক্ষিকাদের বদলি করা হবে৷ এক্ষেত্রে কারোর প্রতি কোনও অন্যায় করবে না শিক্ষা দপ্তর৷ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না কোনও শিক্ষক-শিক্ষিকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *