ভাই ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ‘স্বর্গে হলুস্থুল, মঞ্চে জোগড়, না-যেও ভাই যমের দুয়ার, যম দুয়ারে পড়লো কাঁটা, ভাইকে দেয় বোন ফোটা’৷ ২২ কার্তিক ১৪২৫ বাংলা৷ পঞ্জিকা মতে দ্বিতীয়া তিথি৷ এই মন্ত্রোচ্চারণের মাধ্যমেই সকাল থেকে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব পর্ব শুরু হয়েছে৷ শুক্রবার ভ্রাতৃ দ্বিতীয়া৷ আজকের দিনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা ফোঁটা দিয়ে থাকেন৷ আর ভাইও বোনেদের আশীর্বাদ করে থাকেন বোন যেন সব সময় হাসি খুশি এবং সুখে শান্তিতে থাকে৷ অনেকেই প্রথা মোতাবেক প্রতিপদেও ফোঁটা দিয়েছেন৷ এই তিথিকে ভ্রাতৃদ্বিতীয়া তিথি হিসাবেও পালন করা হয়ে থাকে৷ হিন্দুশাস্ত্র মতে এদিন বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন৷

এ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগরতলার শিশুবিহার এলাকায় সরকারি বাসভবনে ভাইফোঁটার আয়োজন করা হয় এদিন দুপুরে৷ রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা থেকেও বিভিন্ন বয়সি মেয়ে ও মহিলারা মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে তাঁর কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেছেন৷ মুখ্যমন্ত্রীর বাসভবনে ভাইফোঁটা দিতে আসা মহিলারা জানান, দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে৷ তবে, মুখ্যমন্ত্রীর বাসভবনে এই প্রথম ভাইফোঁটার আয়োজন করা হয়েছে৷ তাঁরা নিজেরা মুখ্যমন্ত্রীর কপালে ফোঁটা দিতে পারায় খুশি৷ তিনি সমাজের জন্য, বিশেষ করে নারীর জন্য বিশেষ কাজ করছেন বলেও তাঁরা বেশি খুশি৷ তাই তাঁরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দীর্ঘায়ু কামনা করছেন৷

এদিকে, মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, এতোগুলি বোন তাঁকে ভাই ভেবে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেছেন তাতে তিনি খুশি৷ ত্রিপুরা রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে চান তিনি৷ সেই সঙ্গে ত্রিপুরাকে মহিলা সংক্রান্ত অপরাধমুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতেও চান৷ এই শুভ দিনে সকল ভাইদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান তাঁরা যেন বোনেদের রক্ষার শপথ নেন৷ ছোট বোনদের আশীর্বাদ করেন এবং বড়দেরকে পায়ে ছঁুয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিকে, ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাজারে সাধারণ মানুষের ভিড় লক্ষা করা গেছে৷ বিশেষ করে মিষ্টির দোকান, মাংসের দোকান এবং মাছের দোকানে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *