BRAKING NEWS

ত্রিপুরায় পালিত জাতীয় আয়ুর্বেদ দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর ৷৷  সোমবার সারা দেশ জুড়ে পালিত হয়েছে তৃতীয় জাতীয় আয়ুর্বেদ দিবস৷ সারা দেশের সঙ্গে সংগতি রেখে ত্রিপুরায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এই দিন৷

এবছর এই দিবসের মূল বিষয় ‘‘জনস্বাস্থ্যে আয়ুর্বেদ‘‘৷ এই দিবস উপলক্ষ্যে এদিন সকালে আগরতলায় এক শোভাযাত্রা বের হয়৷ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করেছে৷ এতে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারীদের পাশাপাশি বি ভিন নসুকল, কলেজের ছাত্রছাত্রীরাও অংশ নেন৷ তাঁদের হাতে ছিল আয়ুর্বেদের সুভল সম্পর্কিত বিভিন্ন প্লে -কার্ড৷

ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে হয় শোভাযাত্রাটি৷ এতে উপস্থিত ছিলেন ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন-এর ত্রিপুরা রাজ্যের মিশন অধিকর্তা ডাঃ এসকে যাদব, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা জে কে দেববর্মা প্রমুখ৷ উপস্থিত অতিথিরা পতাকা নেড়ে এবং আকাশে রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *