BRAKING NEWS

দেওয়ালি উৎসব ঃ মাতাবাড়িতে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ নভেম্বর৷৷ আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী দেওয়ালি উৎসব৷ দুদিন ব্যাপী এই উৎসবে থাকছে প্রদর্শনী ও সাংসৃকতিক অনুষ্ঠান৷ এই উপলক্ষে তথ্য  ও সংসৃকতি দপ্তর এবং মাতাবাড়ি মেলা কমিটির যৌথ উদ্যোগে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ সম্প্রতি গোমতী জেলা তথ্য ও সংসৃকতি কার্যালয়ের কনফারেন্স হলে সাংসৃকতিক উপদেষ্টা কমিটির সভাপতি পদ্মমোহন জমাতিয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায়  আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৬ ও ৭ নভেম্বর দেওয়ালি উৎসব উপলক্ষে ধন্যমাণিক্য মুক্তমঞ্চে সারারাতব্যাপী সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হবে৷ ৬ নভেম্বর উৎসবের প্রথম দিন প্রভাতফেরী অনুষ্ঠিত হবে৷ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করবে উদয়পুর সাংসৃকতিক মঞ্চ৷ থাকবে মাতাবাড়ি সুকলের শিল্পীদের নৃত্য – আনন্দলোকে৷ নৃত্যানুষ্ঠানে রয়েছে আগরতলা মিউজিক কলেজ, ঊনকোটি জেলার চাকমা নৃত্য, ধলাই জেলার মণিপুরি নৃত্য, উপজাতি নৃত্য, মগ কালচারেল সোসাইটি গর্জির সাংগ্রাই নৃত্য, পশ্চিম ত্রিপুরা জেলার নৃত্যনাট্য নববোধন, খোয়াই জেলার সাংসৃকতিক দল, সৃজন নৃত্য৷ সমবেত নৃত্য পরিবেশন করবে সেঁজুতি, গারো নৃত্য গারো কালচারেল সোসাইটি, সমবেত নৃত্য ডব্লিউ ডি সি, আসামের বিহু নৃত্য, মণিপুর মার্শাল আর্ট, মলসুম নৃত্য কালাবন, নৃত্য একাডেমী, নৃত্য রূপকল্লম, গড়িয়া নৃত্য পরিবেশন করবে গড়িয়া একাডেমি, সমবেত এবং হজাগিরি নৃত্যে রয়েছে অমরপুর, নৃত্যনাট্য বিসর্জন পরিবেশন করবে গাজন পরিষদ৷ ঐদিন একক লোকসংগীত পরিবেশন করবে নন্দী গোপাল জমাতিয়া, শিপ্রা বিশ্বাস, মিনাক্ষী দাস, রমা কর্মকার, নেহা অধিকারী, বাবুল শীল, নবনীতা সাহা, নিতাই চক্রবর্তী, টুলটুল চৌধুরী, কান্তি বিশ্বাস, বিশ্বনাথ দাস, অজয় বাউল৷ রামায়ণ গান পরিবেশন করবে বিজয় লক্ষ্মী সিনহা এবং ভোর কীর্ত্তন মুড়াসিং কীর্তন দল৷

দ্বিতীয় দিনে সকালপ ১০টায় বেহালা বাদন পরিবেশন করবে সুবল বিশ্বাস, আগমনী গান শেখর ভট্টাচার্য, একক সংগীত পরিবেশন করবে পদ্মমোহন জমাতিয়া, মঞ্জুশ্রী বর্ধন, অমলেন্দু চক্রবর্তী, প্রীতম দাস গুপ্ত, অর্পিতা দেব, ইনুজা ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য, প্রিয়াংকা ভৌমিক, পম্পা পাল, পায়েল শর্মা, শুভদীপ দে, সুমনা ভট্টাচার্য, সুচিত্রা সেন, সঙ্গীতা চক্রবর্তী, শিবজ্যোতি দাস, তপন দাস, করুণাময় দাস ও শম্ভূ দেবনাথ৷ যোগা প্রদর্শন করবে নবদিগন্ত, মনসা মঙ্গল পরিবেশন করবে রাজারবাগ৷ এছাড়া রয়েছে প্রচার ধর্মী নাটক – মুক্তপ্রতিভা, সমবেত উপজাতি সংগীত ও নৃত্য, স্বাস্থ্য বিষয়ক নাটক, সমবেত সংগীত ছন্দগীতি৷ অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবে রিয়া দত্ত, সূর্যরাজ দে, স্মৃতি দেববর্মা, উত্তরা জমাতিয়া, দোলন দাস, বিজন চক্রবর্তী, অনামিতা শীল৷ সমবেত নৃত্য পরিবেশন করবে রিফরমিষ্ট, ঝলক ড্যান্স একাডেমি, নৃত্যাঙ্গন, সঙ্গম, চেরো নৃত্য, সারিনৃত্য, মামিতা নৃত্য, লোকনৃত্য৷ ঐদিন সমবেত সংগীত, সমবেত নৃত্য, হজাগিরি নৃত্য পরিবেশন করবে উত্তর ত্রিপুরা জেলা সাংসৃকতিক দল, সিপাহীজলার উপজাতি দল, দক্ষিণ ত্রিপুরা জেলার সাংসৃকতিক দল৷ গাজন নৃত্য পরিবেশন করবে মহাদেব বাড়ি উন্নয়ন কমিটি, মুকাভিনয় প্রদর্শন করবে লিটল ড্রামা গ্রুপ৷ সমবেত সংগীত ও নৃত্য চন্দ্রপুর লোকরঞ্জন শাখা এবং যাত্রাপালা-মহাতীর্থ কালীঘাট পরিবেশন করবে আগরতলার শিল্পীগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *