BRAKING NEWS

প্রথম শ্রেণি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর অম্বাতি রায়ডুর

হায়দরাবাদ, ৪ নভেম্বর (হি.স.) : প্রথম শ্রেণির পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকে এবার অবসর নিলেন টিম ইন্ডিয়ার একদিনের ম্যাচের স্পেশালিস্ট অম্বাতি রায়ডু৷ হায়দরাবাদের বছর ৩৩-র এই ডানহাতি ব্যাটসম্যানটেস্ট ও রঞ্জি ট্রফি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টিম ইন্ডিয়ার এই খেলোয়াড় একদিনের ম্যাচ এবং টি-২০ খেলে যাবেন বলে জানিয়েছেন৷ রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ শুরুর ঠিক আগেই অবসরের কথা ঘোষণা করলেন অম্বাতি রায়ডু৷
লাল বল ছেড়ে সাদা ফোকাস বাড়তেই এই সিদ্ধান্ত বলে জানান রায়ডু৷ ২০১৩-০৪ মরশুমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন কিন্তু টেস্ট অভিষেকের আগেই দল থেকে বাদ পড়েন৷ চিঠিতে রায়ডু লিখেছেন, ‘আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সংক্ষিপ্ত ফর্ম্যাটে খেলে যাব৷ তবে আমাকে খেলার সুযোগ দেওয়ার জন্য বিসিসিআই, এইচসিএ এবং বরোদা ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানায়৷’
টেস্ট ক্যাপটা মাথায় না-উঠলেও দেশের হয়ে ৪৫টি একদিনের এবং ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন৷ প্রথমশ্রেণি ম্যাচের সংখ্যা ৯৭টি৷ রায়ডু জানান, ‘হায়দরাবাদের হয়ে খেলাটা আমার কাছে অত্যন্ত সম্মানের৷ এত বছর ধরে যা সার্পোট পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ৷’ তবে ২০০৭-এ বিসিসিআই-র বিদ্রোহী লিগ আইএসএল-এ যোগ দিয়ে বেশ বিপাকে পড়েছিলেন রায়ডু৷ কিন্তু সেখান থেকে ফের ভারতীয় বোর্ডে ফের ফেরেন এই ডানহাতি৷ ২০০১-এ প্রথমশ্রেণি ক্রিকেটে অভিষেক হওয়া রায়ডু ৯৭টি ম্যাচে ১৬টি শতরান-সহ ৬১৫১ রান করেন তিনি৷ সর্বোচ্চ স্কোর ২১০৷ গড় ৪৫.৫৬৷ পাঁচ বছর আগে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হয় রায়ডুর৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজেও ভারতীয় দলে ছিলেন তিনি৷ আগামী বছর একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রথমশ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন রায়ডু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *