BRAKING NEWS

যুবতীর শ্লীলতাহানি, অগ্ণিগর্ভ রানিরবাজারের ভদ্রনিশিপাড়া আশ্রয় শিবিরে ৭০ পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ সপ্তমী, অষ্টমী ও নবমী শান্তিপূর্ণভাবে অতিবাহিত হলেও দশমীর রাতে সংঘটিত এক ঘটনায় পরিস্থিতি অগ্ণিগর্ভ ললিতবাজারের ভদ্রনিশিপাড়া৷ দশমীর রাতে একদিকে যখন দেবী দুর্গার বিসর্জন হচ্ছিল ঠিক তখন এক যুবতির শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে এধরনের পরিস্থিতি বলে জানা গেছে৷

জানা গেছে, দশমীর রাতে ললিতবাজারের ভদ্রনিশিপাড়ায় এক যুবতিকে শ্লীলতাহানি করে কিছু যুবক৷ ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েন৷ অভিযুক্তদের বাধা দিতে গেলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে৷ অভিযুক্তরা গ্রামবাসীদের উপর হামলা চালায়৷ এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন৷ ভয়ে নিজেদের প্রাণ রক্ষার্থে ললিতবাজারের ভদ্রনিশিপাড়ার মানুষ রাতে রানিরবাজার থানায় আশ্রয় নেন৷

এদিকে পুরো ঘটনা রানিরবাজার থানার পুলিশকে জানানো হলে দ্রুত এলাকায় পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷ ভদ্র নিশিপাড়ার পরিস্থিতি এখন শান্ত হলেও চাপা উত্তেজনা বিরাজ করছে৷ জানা গেছে, এখনও ভদ্রনিশিপাড়ার মানুষ ভয়ে রয়েছেন৷ রানিরবাজার থানা সূত্রে জানা গেছে, এলাকায় পুলিশ টহল দিচ্ছে৷ ললিতবাজার এলাকায় দুটি জনগোষ্ঠীরি মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে৷ এলাকার চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া  হয়৷ এরফলে ওইসব বাড়ি সহ আশপাশের প্রায় ৭০টি পরিবারের মানুষজন শুক্রবার আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে প্রথমে জিরানিয়া থানায় আশ্রয় নেন৷ পরবর্তী সময়ে কিছু পরিবার নিরাপত্তাহীনতার কারণে বাড়ি ফিরে যেতে রাজি হন৷ তাই তাদের জিরানিয়া মহকুমা প্রশাসনের তরফে পার্শ্ববর্তী একটি সুকলে রাখা হয়েছে৷ অন্য সূত্রে জানা গেছে, ৩০০ -এর বেশি মানুষ ললিত বাজার থেকে পালিয়ে বেড়াচ্ছেন৷

প্রশাসনের তরফে তাঁদের নিরাপত্তা সহ খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে৷ পাশাপাশি ফাঁকা বাড়িতে যাতে অন্য জনগোষ্ঠীর মানুষ আক্রমণ না করতে পারে তাই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা৷ প্রয়োজনে এর সময় বাড়ানো হতে পারে৷ নিরাপত্তা কর্মীরা টহল দিচ্ছেন৷

তিনি আরও জানান, পুলিশের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে রিপোর্ট জমা করতে বলা হয়েছে৷ পরবর্তী সময়ে তাঁদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে৷ এদিকে সুকলে আশ্রিত মানুষজন জানান, তাঁরা নিজের বাড়িতে যেতে চান৷ কিন্তু যদি আবার আক্রমণ করে তাই বাড়ি যেতে ভয় পাচ্ছেন৷ অন্য এক সূত্রে জানা গেছে, ৩০০- এর বেশি মানুষ ললিত বাজার থেকে পালিয়ে সুকলে আশ্রয় নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *