BRAKING NEWS

ত্রিপুরায় দুর্গোৎসবে যান দুর্ঘটনায় বলি আট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ প্রতিমা বিসর্জনের আগেই বিষাদের সুর বেজেছে রাজ্যের বিভিন্ন স্থানে৷ শারদোৎসবের দিনগুলিতে যান দূর্ঘটনায় বলি হয়েছেন আট জন৷  আমতলি বাইপাসে দুইজন, ফটিকরয়ে দুইজন, লেম্বুছড়া, ধর্মনগর, শান্তিরবাজার ও অমরপুরে একজন করে যান দূর্ঘটনায় মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতি প্রাণ কেড়ে নিয়েছে৷

জানা গেছে, অষ্টমী পূজার দিন কুমারঘাট মহকুমার ফটিকরয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়৷ পুলিশ জানিয়েছে, ধীরেন্দ্র শব্দকর(৪০) এবং নির্মল পাল(৩২) দূর্ঘটনায় নিহত হয়েছেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা দেন৷ পুলিশ জানিয়েছে, দুটি প্রচন্ড গতিতে ছিল৷ সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে৷

এদিকে, নবমী পূজার দিন লেম্বুছড়া এলাকায় একটি গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে৷ জানা গেছে, নন্দননগর এলাকার বাসিন্দা অভিজিৎ দাস(২১) বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন৷ লেম্বুছড়া এলাকায় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ তাতে সে গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা দেন৷ এই ঘটনায় ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করতে পারেনি৷ একইভাবে, ধর্মনগরে গাড়ির ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, দশমীর রাতে প্রভাকর গোস্বামী(৫৩) বাইসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন৷ পথে তাকে দ্রুত গতির  একটি ধাক্কা মেরে পালিয়ে যায়৷ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায় নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়৷ এই ঘটনাতেও পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি৷ এদিকে, ষষ্ঠীর রাতে আমতলি বাইপাস এলাকায় মানিক লাল সরকার এক সরকারী কর্মচারীকে স্থানীয় জনগণ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ণ ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ ফলে, তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷

দশমীর রাতে বাইখোড়ার জগন্নাথ পাড়ার বাসিন্দা হারাধন চক্রবর্তীর ছেলে অনিমেশ চক্রবর্তী (৪৩)৷ যান সন্ত্রাসের বলি হলেন৷  শনিবার রাত পৌণে তিনটা নাগাদ শান্তিরবাজার জেলা হাসপাতালে অনিমেষ চক্রবর্তীকে মৃত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মী নিয়ে যান৷ বাইখোড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ যখন রাতে পেট্রোলিংয়ে বেরিয়েছিল, তখন রতন অনিমেশ চক্রবর্তীকে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গেই পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অনিমেশ চক্রবর্তীর নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পুলিশের প্রাথমিক অনুমান অনিমেশ চক্রবর্তী বাইক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৷ মৃতদেহের পাশে তার বাইকটি উদ্ধার হয়েছে৷ বাইকের কিছু অংশ ভাঙা ছিল৷ তাতে অনুমান করা হচ্ছে কোন গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং বাইক থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে৷ অনিমেশ চক্রবর্তীর মাথায় আঘাত গুরুতরভাবে লেগেছিল৷ প্রচুর রক্ত ক্ষরণও হয়েছে৷ তাতে সে ঘটনাস্থলে প্রাণ হারান৷

অন্যদিকে, অমরপুরে পৃথক একটি বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ নিহতের নাম সুজিত দেবনাথ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ অমরপুর থানার অধীন কাঁঠালবাগান এলাকার ডিএটি সুকল সংলগ্ণ স্থানে৷ আঠার বছর বয়সী সুজিত দেবনাথের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ মৃতদেহ ময়না তদন্তের পর পুলিশ নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷

এদিকে, যান সন্ত্রাসের বলি হয়েছেন আরও এক যুবক৷ তাঁর নাম দেবব্রত মুন্সি৷ বয়স ২৮ বছর৷ বাড়ি ওএনজিসি এলাকায়৷ দুর্ঘটনাটি ঘটেছে অষ্টমীর রাতে বাইপাস রোডে৷ জানা গিয়েছে, ঐদিন গভীর রাতে দেবব্রত মুন্সিকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি জি বি হাসপাতালে নিয়ে যায়৷ আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা শুরু হয়৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়৷ নবমীর রাতে দেবব্রত মারা যায়৷ দেবব্রত এনএসইউআই এর পশ্চিম জেলার কমিটির সদস্য ছিলেন৷ সংগঠনের রাজ্য কমিটির সভাপতি রাকেশ দাস জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে দেবব্রতের বাইকটি ক্ষতিগ্রস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ সাথে একটি  দুমরে মুচড়ে যাওয়া রিক্সাও উদ্ধার করা হয়েছে৷ ধারণা করা হচ্ছে রিক্সার সাথে বাইকের সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে, আমতলী থানার পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *