BRAKING NEWS

এক বছরে দেশে ৪১৪ জওয়ান শহীদ, আগরতলায় শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ ভারতবর্ষ বীরদের ভূমি৷ আমাদের দেশের অখন্ডতা এবং সীমান্ত সুরক্ষায় যেকোন বাহিনীর জওয়ানরা

শনিবার আগরতলায় রাজ্য পুলিশের উদ্যোগে ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ নিজস্ব ছবি৷

অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে৷ প্রয়োজনে তারা বীরের সাথে তাদের জীবন উৎসর্গ করছেন৷ শনিবার বিকালে স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য আরক্ষা প্রসাসন আয়োজিত শহীদ স্মরণে ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশ বাহিনী, যেকোন আধা সামরিপক বাহিনী বা সামরিক বাহিনীর জওয়ানরা রাষ্ট্রীয় সেবার দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করছেন বা প্রাণ দিচ্ছেন তাদের স্মরণে আজকের এই অনুষ্ঠান৷ দেশে গত এক বছরে চারশ চৌদ্দজন বিভিন্ন বাহিনীর জওয়ান নিজেদের জীবন দিয়েছেন৷ এদের মধ্যে দুজন শহীদ হয়েছেন ত্রিপুরায়৷ এরা হলেন রাজ্য আরক্ষা বাহিনীর কনস্টেবল সন্তোষ সাহা এবং বিএসএফের জওয়ান দীপক কুমার মন্ডল৷ সন্তোষ সাহা কর্মরত অবস্থায় জাতীয় সড়ক আট এর আমবাসা- মুঙ্গিয়াকামীতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং গবাদি পশুর পাচার রুখতে গিয়ে পাচারকারীদের হাতে বিএসএফের জওয়ান দীপক কুমার মন্ডল নিহত হন৷ মুখ্যমন্ত্রী শ্রদ্ধার সাথে তাদের কথা স্মরণ করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্পে ভরা’ গানটির শেষ পঙতিটি গেঠে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷

আরক্ষা প্রশাসন আযোজিত এই অনুষ্ঠানে শহীদ সন্তোষ সাহার পত্নীকে সংবর্ধনা জানানো হয়৷ মুখ্যমন্ত্রী প্রয়াত সন্তোষ সাহার স্ত্রীকে একটি শাল পরিয়ে সংবর্ধনা জানান৷ ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠানে বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, ত্রিপুরা পুলিশ এবং টিএসআর এর প্রথম ও দ্বিতীয় বাহিনীর জওয়ানরা সম্মিলিত ব্যান্ডে অংশ নেন৷ তাছাড়াও সিআরপিফে এবং আসাম রাইফেস এর ব্যান্ড প্ল্যাটুন পৃথক পৃথক ভাবে ব্যান্ড পরিবেশন করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা৷ তাছাড়াও উপস্থি ছিলেন রাজ্য পুলিশের এডিজিপি রাজীব সিং, আইজিপি জয়দীপ নায়েক, বিএসএফের আইজি এবং আসাম রাইফেলসের ডিআইডি৷ অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগন শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *