BRAKING NEWS

ভিড়ের উপর দিয়ে ছুটে গেল ট্রেন, পঞ্জাবে মর্মান্তিক মৃত্যু ৬১ জনের

অমৃতসর, ২০ অক্টোবর (হি.স.): রেললাইনের উপরে এবং পাশে দাঁড়িয়ে দশেরার রাবণ পোড়ানো দেখছিলেন শতাধিক মানুষ| আর সেই ভিড়ের উপর দিয়েই বিপরীত দিক থেকে ছুটে গেল দু’টি ট্রেন| শুক্রবার সন্ধ্যায় এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে পঞ্জাবের অমৃতসর স্টেশনের সন্নিকটে, ধোবি ঘাট গ্রাউন্ডে| ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬১, আহতের সংখ্যা ৭০-এরও বেশি| যদিও প্রশাসনের দাবি, রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫৮| মৃত ৬১ জনের মধ্যে এখনও পর্যন্ত ৩৯টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে| বাকি দেহ গুলি এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি| প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৯টি দেহের ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, বাকি দেহগুলি শনাক্ত করার প্রক্রিয়া চলছে| বিভিন্ন হাসাপাতালে ভর্তি রয়েছেন ৭০-এরও বেশি মানুষ| তাঁদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| পাশাপাশি শুক্রবার সন্ধ্যার দুর্ঘটনার জেরে ট্রেন দুর্ঘটনাস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পঞ্জাব পুলিশের কম্যান্ডো এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)| শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের|

প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার সন্ধ্যা তখন ৭.৩০ মিনিট হবে, অমৃতসর স্টেশন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে চৌরি বাজারের কাছে ধোবি ঘাট গ্রাউন্ডে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ জন মানুষ| ভালোভাবে রাবণ পোড়ানো দেখার জন্য তাঁদের মধ্যে কেউ কেউ রেলাইনের উপরে দাঁড়িয়ে ছিলেন| কেউ কেউ আবার মোবাইলে ছবি তুলছিলেন, আচমকাই দ্রুত গতিতে ছুটে আসে ৭৪৬৪৩ জলন্ধর-অমৃতসর ডিএমইউ ট্রেন| ভিড়ের উপর থেকে ছুটে যায় ট্রেনটি| সেই সময় কেউ কেউ প্রাণে বাঁচতে অপর লাইনে ঝাঁপিয়ে পড়েন, তখনই ছুটে আসে ১৩০০৬ অমৃতসর-হাওড়া এক্সপ্রেস|

অমৃতসরে ভয়াবহ রেল দুর্ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ৫০,০০০ টাকা আর্থিক ঘোষণা করা হয়েছে| পাশাপাশি পঞ্জাব সরকারের পক্ষ থেকেও আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে| অমৃতসরে রেল দুর্ঘটনার জেরে অমৃতসর-মানাওয়াল সেকশনে ১০টি মেল এক্সপ্রেস ট্রেন এবং ২৭টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে| শনিবার সকালে উত্তরাঞ্চলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, ‘অমৃতসর ট্রেন দুর্ঘটনায় ৫৮ জনের মৃতু্য হয়েছে এবং ৪৮ জন আহত হয়েছেন| প্রাথমিকভাবে মনে হচ্ছে, লোকো ড্রাইভারের কোনও দোষ ছিল না| দুর্ঘটনার মিনিট দু’য়েক আগেই ওই স্থান থেকে প্রস্থান করে অমৃতসর-হাওড়া মেল|’ দীপক কুমার আরও জানিয়েছেন, ‘আপাতত অমৃতসর-মানাওয়াল সেকশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *