পরপর তিন দিন সস্তা পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): দেশবাসীকে স্বস্তি দিয়ে আবারও কমল পেট্রোল-ডিজেলের মূল্য| শুক্রবারের পর শনিবার আরও সস্তা হল জ্বালানি| শনিবার রাজধানী দিল্লি, বাণিজ্যনগরী মুম্বই এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল|কলকাতায় এক ধাক্কায় ৩৮ পয়সা কমেছে পেট্রোলের দাম| ১২ পয়সা কমার পর নিম্নমুখী ডিজেলও| ৩৮ পয়সা কমার পর, শনিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৮৩.৮৩ টাকা| পাশাপাশি ডিজেলের দাম কমে হয়েছে ৭৭.২১ টাকা|

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শনিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ৩৯ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৮১.৯৯ টাকা প্রতি লিটার এবং ১২ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৭৫.৩৬ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ৩৮ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ১৩ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৮৭.৪৬ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭৯.০০ টাকা প্রতি লিটার (ডিজেল)| বিগত মাস খানেকের বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী ছিল| স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পকেটে টান পড়ছিল| এমতাবস্থায় পরপর তিন দিন এক ধাক্কায় বেশ খানিকটা কমল পেট্রোল-ডিজেলের মূল্য| জ্বালানির দাম কমায় বেজায় খুশি দেশবাসী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *