BRAKING NEWS

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে প্রথমবার নামতে চলেছেন ঋষভ পন্ত

গুয়াহাটি, ২০ অক্টোবর (হি.স.) : এবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার খেলার সুযোগ পেলেন ঋষভ পন্ত৷ গতবছর বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া ক্যাপ হাতে পেয়েছিলেন৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দেশের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন তিনি৷ আবার এবছর নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছে এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানের৷ এবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দেশের জার্সিতে খেলতে চলেছেন ঋষভ৷

মহেন্দ্র সিং ধোনি দলে থাকা সত্ত্বেও জাতীয় নির্বাচকরা বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে দলে ঢুকিয়ে দেয় ঋষভকে৷ ভারতের বিশ্বকাপ ভাবনায় পন্তকে রাখায় অফ ফর্মে থাকা ধোনির অস্বস্তিতে পড়া স্বাভাবিক৷ এবার টিম ম্যানেজমেন্ট তাঁকে প্রথম একাদশে রাখার ইঙ্গিত দেওয়ায় নিঃসন্দেহে ধোনির উপর চাপ বাড়বে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু’টি একদিনের ম্যাচের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল নির্বাচকদের তরফে৷ সিরিজ শুরুর আগের দিন ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচের জন্য ১২ জনের দল বেছে নেয়৷ প্রাথমিক স্কোয়াডে থাকা মণীশ পান্ডে ও লোকেশ রাহুলকে প্রথম একদিনের ম্যাচের জন্য বিবেচনা করেনি কোহলি-শাস্ত্রীরা৷

বাকি ১২ জনের মধ্যে পাঁচজন বিশেষজ্ঞ বোলারের পাশাপাশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা থাকায় ধরে নেওয়া যায় একজন বোলারকে বসতে হবে রিজার্ভ বেঞ্চে৷ সেক্ষেত্রে উমেশ, শামি, খলিলের মধ্যে থেকে একজন জলবাহকের ভূমিকায় দেখা যেতে পারে৷ আগামীকাল রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামার জন্য তৈরি বলে তিনি ট্যুইটারে জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *