BRAKING NEWS

৮৭ তম জম্মবার্ষিকী কালামের, ‘মিসাইল ম্যান’-কে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): জন্মবার্ষিকীতে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত ‘মিসাইল ম্যান’-কে ৮৭ তম জন্মদিনে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘একজন ব্যতিক্রমী শিক্ষক, বিস্ময়কর প্রেরণাবিদ, অসামান্য বিজ্ঞানী এবং একজন মহান রাষ্ট্রপতি, ড. কালাম প্রতিটি ভারতবাসীর মনে ও হৃদয়ে বসবাস করেন| জয়ন্তীতে তাঁকে স্মরণ করছি|’ শুধু প্রধানমন্ত্রীই নন, ‘মিসাইল ম্যান’-কে জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| টুইট করে মমতা লিখেছেন, ‘জম্মবার্ষিকীতে রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালামকে স্মরণ করছি| কালামজী আমরা আপনাকে খুব মিস করছি|’
উল্লেখ্য, ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম| জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি| ২০০২ সালের ২৫ জুলাই ভারতের রাষ্ট্রপতি হন ‘মিসাইল ম্যান’ এ পি জে আব্দুল কালাম| ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদে আসিন ছিলেন তিনি| ২০১৫ সালের ২৭ জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে যোগ দিতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে গিয়েছিলেন কালাম| ওই দিন সন্ধ্যায় বক্তৃতা দিতে দিতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি| স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাক্তন রাষ্ট্রপতি কালামকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *