BRAKING NEWS

বিপুল আসনে জিতে মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি : অমিত শাহ

ভোপাল, ১৪ অক্টোবর (হি.স.) : বিপুল আসনে জিতে মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। মধ্যপ্রদেশের এই জয় অন্যান্য রাজ্যের বিজেপিকর্মীদের অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
রবিবার মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, সমস্ত শক্তি দিয়ে ঝাপালেও বিরোধীরা মধ্যপ্রদেশে বিজেপিকে পরাজিত করতে পারবে না। মধ্যপ্রদেশে এই বিপুল জয় কেরল, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার বিজেপিকর্মীদেরও অনুপ্রাণিত করবে। ২০১৯ সালে বিজেপির ক্ষমতার ভিত্তি হয়ে উঠবে মধ্যপ্রদেশের এই জয়। কেন্দ্রে বিগত সাড়ে চার বছরে প্রধানমন্ত্রী যে উন্নয়নমুখী কাজ করেছে তার খতিয়ান জনগণের কাছে তুলে ধরতে হবে।
ইউপিএ জমানার প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহ বলেন, ইউপিএ আমলে ত্রয়োদশ অর্থ কমিশনের তরফ থেকে ১.৩৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর মধ্যপ্রদেশের জন্য বরাদ্দ করা হয় ৩.৪৪ লক্ষ কোটি টাকা। জনগণ এখন কংগ্রেস থেকে বিগত চার প্রজন্মের খতিয়ান চাইছে। বিদ্যুৎ এবং সড়কে প্রভূত উন্নতি হয়েছে গোটা রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *