কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি : নবীন জিন্দল-সহ ১৫ জন অভিযুক্তের জামিন মঞ্জুর

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডে অবৈধ কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা তথা শিল্পপতি নবীন জিন্দল-সহ ১৫ জন অভিযুক্ত| সোমবার সকালে ঝাড়খণ্ডের অবৈধ কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি মামলায় নবীন জিন্দল-সহ ১৫ জন অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| নবীন জিন্দল-সহ সমস্ত অভিযুক্তকেই ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|
ঝাড়খণ্ডের অমরকোন্ডা মুর্গাদঙ্গাল কয়লাখনি বন্টনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগেই শুরু হয়েছিল এই মামলা| এর আগে চলতি বছরের আগস্ট মাসে, নবীন জিন্দল-সহ ১৫ জন অভিযুক্তকে সমন পাঠিয়েছিল আদালত| ১৫ অক্টোবর আদালতে হাজিরা দেওয়ার জন্য জিন্দল-সহ ১৫ জন অভিযুক্তকে সমন পাঠানো হয়েছিল| এই মামলায় ইতিমধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| গত জুলাই মাসে জিন্দল এবং আরও ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *