BRAKING NEWS

মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর শারীরিক অবস্থা উদ্বেগজনক, উন্নত চিকিৎসার ভাবনা

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : টানা চিকিৎসার পরেও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের শারীরিক অবস্থা তেমনভােবে কোন উন্নতি হয়নি৷ ওনার অবস্থা এখন গুরুতর৷ গত প্রায় একমাস ধরেই অসুস্থ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর দিল্লির এইম-এ ভর্তি ছিলেন৷ সেখানেও তেমনভাবে উন্নতি না হওয়ায় এবার আরও উন্নত চিকিৎসার জন্য ফের বিদেশে পাঠানোর কথা ভাবনা করা যেতে পারে বলে জানা গিয়েছে৷
গত ১৫ সেপ্টেম্বর থেকে মুখ্যমন্ত্রী পারিক্কর অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন৷ হাসপাতালেই তিনি প্রশাসনিক কাজ করছিলেন৷ রবিবার সকালে তাঁর অসুস্থতা আরও বেড়ে যায়৷ দ্রুত পারিক্করকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ এরপরেই বিশেষ ব্যবস্থা তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে পানাজি৷ চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অবস্থা উদ্বেগজনক৷
উল্লেখ্য, তাঁর এই দীর্ঘ অসুস্থতার কারণে প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে৷ এজন্য তাঁর কোন পরিবর্তও খোঁজার কাজ শুরু করা হয়েছে৷ এর মাঝে বিরোধীদের দাবি, রাজ্যের প্রধানকে যখন ব্যস্ততার সময় পাওয়া যাচ্ছে না, সেসময় তাদেরও একবার সুযোগ দেওয়ার হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *