শক্তি হারাচ্ছে তিতলি, পুজার প্রস্তুতি জোর কদমে চলছে মহকুমাগুলিতেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ শহরের সাথে পাল্লা দিয়ে মহকুমার পুজা প্রস্তুতি চলছে জোর কদমে৷ আর মাত্র চারদিন বাকি৷ মহকুমার প্রতিটি ক্লাবে মাকে সাজিয়ে তুলতে চলছে শেষ তুলির টান৷ প্যান্ডেলে চলছে শেষ পর্যায়ে কাজ৷ জানা গেছে, এ বছর প্রতিটি মহকুমার অন্যান্য বারের তুলনায় পুজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ এদিকে আচমকা তিতলির আগমনে খানিকটা পুজার বাজারে ছন্দ’তন হলেও সন্ধ্যার পর কিন্তু প্রতিটি দোকানে ব্যাপক সংখ্যায় সাধারণ মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে৷ শহরের শপিংমলের তুলনায় মহকুমার দোকানগুলিতে ভিড় কোনও অংশে কম নয়৷ সাম্প্রতিক বন্যার ফলে এ বছর শহরের পূর্বাঞ্চলে পুজোর জৌলুস অনেকটাই কম লক্ষ করা গেছে৷ কিন্তু, সেখানকার ক্লাবগুলি দেবী আরাধনায় নিজেদের সাধ্যমত প্রস্তুতি নিয়েছে৷ চলছে প্যান্ডেলে প্যান্ডেলে কাজ, চলছে মুর্তিপাড়ার কাজ৷ এক কথায় শহরের পূর্বাঞ্চলেও পুজা প্রস্তুতি জোর কদমে৷ জানা গেছে, মনু থানা এলাকায় বড় এবং ছোট বাজেটের পুজা এবার অন্যান্যবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে৷ এ বছর মনুঘাটে উল্লেখযোগ্য পুজাগুলির মধ্যে হল ক্ষুদিরাম সংঘ, আমরা সবাই ক্লাব, বুলেট ক্লাব ইত্যাদি৷ এদিকে, ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর গ্রাম পাহাড়ে আর্থিক সঙ্কটের জন্য বাজারে বেচাকেনা কম হচ্ছে৷ এর ফলে পুজার চাঁদাও কাট ছাট করতে হচ্ছে৷ পরোক্ষভাবে তাঁরা স্বীকার করেছেন, গাঁজা ক্ষেতের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে৷ তবে যাই হোক না কেন, মায়ের আরাধনায় একটুও যাতে ত্রুটি না হয় সেদিক দিয়ে ক্লাবের কর্মকর্তারা সৃষ্টি হয়েছে৷

এদিকে তিতলি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে৷ ক্রমশই তিতলি দুর্বল হচ্ছে৷ এদিকে, তিতলির জেরে গত বুধবার থেকে রাজ্যের আকাশ মুখভার করে আছে৷ বৃহস্পতিবার সকাল থেকে ঝিরঝির বৃষ্টি চলছে৷ শুক্রবার সকালেও ঝির ঝির বৃষ্টিতে খামতি নেই৷ পুজার মুখে আকাশের মুখ ভার৷ ফলে পুজা উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷ এদিকে, শুক্রবার সকাল থেকে ঝির ঝির বৃষ্টির মধ্যেও ছাতি মাথায় পুজার বাজার করতে বেরিয়ে পড়েছেন মহিলারা৷ প্রতিটি দোকানেই ছিল উপচে পড়া ভিড়৷ যদিও একই চিত্র গতকালও লক্ষ করা গেছে৷ এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যে কোনও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই৷ শনিবার থেকে আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *