BRAKING NEWS

বিমানবন্দরে চালু হয়েছে প্রিপেইড অটো এবং ট্যাক্সি পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ আগরতলা বিমানবন্দরে খোলা হল প্রিপেইড ট্যাক্সি এবং অটো কাউন্টার৷ শুক্রবার দুপুরে এই কাউন্টারের শূভ সূচনা করেছেন পরিবহণমন্ত্রী প্রাণজিৎ সিংহরায়৷ মন্ত্রীর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার৷ বহিঃরাজ্যের বিমানবন্দরগুলিতে প্রিপেইড ট্যাক্সি ও অটোরিক্সার যেমন কাউন্টার থাকে অনুরূপভাবে আগরতলা বিমানবন্দরেও প্রিপেইড ট্যাক্সি ও অটোর জন্য কাউন্টার খোলা হয়েছে৷ যাত্রীরা যাতে সুশৃঙ্খলভাবে এই পরিষেবা পেতে পারেন এবং প্রিপেইড কাউন্টারে ট্যাক্সি ও অটো রিক্সাগুলি যাতে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহণ করতে পারে সে ব্যাপারে সবসময় নজর রাখবে স্থানীয় থানার পুলিশ৷

জানা গেছে, ট্যাক্সি এবং অটো চালকরা যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন সেজন্য সরকার থেকে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে৷ শুক্রবার বিকেল থেকে যাত্রীদের আর অসুবিধা হবে না৷ বিমানবন্দরের অ্যারাইভেল গেটের পাশেই কাউন্টারটি খোলা হয়েছে৷ দিনরাত যতক্ষণ বিমান পরিষেবা থাকবে ততক্ষণ পর্যন্ত কাউন্টার খোলা থাকবে বলে জানানো হয়েছে৷ প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যের বিমানবন্দরে এই পরিষেবা চালু রয়েছে৷ ত্রিপুরাতে এই ব্যবস্থা চালু হওয়ায় যাত্রী সাধারণনের সুবিধা হবে বলে আশা সকলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *