/নয়া বেতনক্রমে কত মিলবে, হিসেব কষতে শিক্ষক-কর্মচারীদের কালঘাম ছুটছে

নয়া বেতনক্রমে কত মিলবে, হিসেব কষতে শিক্ষক-কর্মচারীদের কালঘাম ছুটছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ নয়া বেতনক্রম অনুসারে পকেটে বাড়তি কি পরিমাণ অর্থ ঢুকবে সেই হিসেব কষতে গিয়ে শিক্ষক-কর্মচারীদের কালঘাম ছুঁটছে৷ কারণ, নয়া বেতনক্রমে বিজ্ঞপ্তি জারি হয়েছে ঠিকই৷ কিন্তু, তালিকা ঘেটে মূল বেতন কত হবে তা বের করতে খুবই কষ্ট হচ্ছে তাদের৷ নয়া বেতনক্রম অনুসারে শিক্ষক কর্মচারীদের ০.৩২ শতাংশ বৃদ্ধি হচ্ছে৷ তাতে কর্মচারীদের নয়া বেতনক্রম হচ্ছে ২.৫৭ শতাংশ৷ কিন্তু, বিজ্ঞপ্তি অনুসারে কোন কোন ক্ষেত্রে বেতনক্রম হবে ২.৫৭ শতাংশের কম৷

এই জটিলতা নিয়ে অর্থ দপ্তরের জনৈক আধিকারীকের সাথে বিস্তারিত আলোচনায় জানা গেছে, কোন কোন কর্মচারীর বেতন ২.৫৭ বেতনক্রম অনুসারে হিসেব করা হলে দেখা যাচ্ছে তা কেন্দ্রীয় বেতনক্রম ছাড়িয়ে যায়৷ শুধু তাই নয়, একজন অবর সচিবের বেতন মুখ্যসচিবের বেতনের তুলনায় অনেক বেশি হয়ে যায়৷ সেক্ষেত্রে প্রত্যেক শিক্ষক কর্মচারীদের তাদের গ্রেড পে অনুসারে নির্দিষ্ট ফর্মুলাতে বিভক্ত করা হয়েছে৷

ওই আধিকারিকের কথায়, একজন কর্মচারীর নয়া বেতন কাঠামো কি দাঁড়াবে তা বের করতে গেলে তাকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত প্রাপ্ত বেসিক পে’র ২.২৫ দিয়ে ভাগফল গ্রেড পে’র ইনডেক্স লেভেল অনুযায়ী গুন করতে হবে৷ সেই অনুযায়ী ওই ইনডেক্স লেভেলের স্তর দেখতে হবে৷ তাহলেই স্পষ্ট হয়ে যাবে নয়া বেতনক্রমে ওই কর্মচারীর মূল বেতন কত হচ্ছে৷

একই ভাবে পেনশনার্সদের জন্যও নির্দিষ্ট ফর্মুলা রয়েছে৷ পেনশনার্সদের ক্ষেত্রে ৩১ মার্চ ২০১৭ সাল পর্যন্ত তাদের বেসিকের সাথে ২.৫৭ ফিটম্যান্ট ফেক্টর দিয়ে গুন করলেই তাদের নয়া বেতন বেরিয়ে আসবে৷ এই বিষয়ে ওই আধিকারীক ব্যাখ্যা দিয়ে বলেন, পেনশনর্সারা ১ এপ্রিল ২০১৭ থেকে ২.২৫ বেতনক্রমের সুযোগ পেয়েছেন৷ তাই তাদের নয়া পেনশনের হিসেবে বের করতে হলে ৩১ মার্চ ২০১৭ সালকে ভিত্তি বছর হিসেবে ধরা হবে৷

ওই আধিকারীক আরো জানিয়েছেন, আরওপি তৈরির কাজ জোর কদমে চলছে৷ ধারণা করা হচ্ছে, আগামী মাসের মধ্যেই আরওপি প্রকাশ করা সম্ভব হবে৷