জালি পার্থ, কংগ্রেস প্রার্থীকে বিধায়ক ঘোষণার দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ প্রাক্তন বিধায়ক পার্থ দাসের এসসি সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ায় শালগড়া-কাকড়াবন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়কের মর্যাদা বাতিল করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷ ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে পার্থ দাস ওই কেন্দ্র থেকে আরএসপি প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন৷ কংগ্রেস প্রার্থী মিরা দাস ওই কেন্দ্রে তখন পরাজিত হয়েছিলেন৷ প্রদেশ কংগ্রেস মিরা দাসকে বিজয়ী ঘোষণার পাশাপাশি প্রাক্তন বিধায়কের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের এসসি শাখার সাধারণ সম্পাদক রতন দাস এই দাবি তুলেছেন৷

তাঁর কথায়, পার্থ দাসের সার্টিফিকেট জাল তা উচ্চ আদালতে প্রমাণিত হয়েছে৷ ফলে, প্রাক্তন বিধায়ক হিসেবে সুযোগ সুবিধা পাওয়ার কোনও অধিকার  নেই তাঁর৷ এসসি সার্টিফিকেট বাতিল হওয়ায় তাঁর বিধায়ক পদ বাতিল হওয়াই স্বাভাবিক৷ সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থীকে বিজয়ী ঘোষণা দেওয়া উচিত৷

এদিন তিনি আরও দাবি করেন, বামফ্রন্টের মতই বিজেপিতেও এসসি জাল সার্টিফিকেট ধারি বিধায়ক রয়েছেন৷ তাঁর হুশিয়ারি, সমস্ত তথ্য প্রমাণ নিয়ে ওই বিধায়কের বিরুদ্ধে খুব শীঘ্রই উচ্চ আদালতে মামলা করা হবে৷ তাঁর কথায়, ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজয়ী একজন মহিলা সহ দুই বিজেপি বিধায়কের এসসি সার্টিফিকেট জাল৷ ফলে, আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া সব রকম উদ্যোগ নেবে প্রদেশ কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *