BRAKING NEWS

আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির কাজে স্থগিতাদেশ কোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির কাজকর্মের উপর আদালত স্থগিতাদেশ জারী করেছে এবং পূর্বতন কমিটিকেই বহাল রেখেছে৷ পূর্বতন কমিটির কাজকর্মে বর্তমান কমিটি বাধা দিতে পারবে না বলে আদালতের রায়ে বলা হয়েছে৷ সিভিল জজ (জুনিয়র ডিভিশান) শ্রীমতি ছন্দিতা দেবনাথ আগরতলা প্রেসক্লাবের কমিটির কাজকর্মে স্থগিতাদেশ জারি করে ক্লাবের তহবিল ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন৷ সাংবাদিক প্রশান্ত চক্রবর্তী ও সাংবাদিক সীতাংশু রঞ্জন দের আবেদনের উপর এই স্থগিতাদেশ জারী হয়৷ আগরতলা প্রেস ক্লাবের পূর্বতন কমিটি গঠিত হয়েছিল ২০১৭ সালের ১২ই  ফেব্রুয়ারী৷ এই কমিটির মেয়াদ ছিল ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি৷ আদালত বলেছে আগরতলা প্রেস ক্লাবের কোনও কনভেনর নিয়োগের সংস্থান নেই৷ ক্লাবের নির্বাচন পরিচালনায় কনভেনর কোনও রিটানিং অফিসার নিয়োগ করতে পারেন না৷ আগামী ১৭ই নভেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ জারী থাকবে৷ এদিনই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷

আবেদনকারীদের পক্ষে এই মামলা পরিচালনা করেন এডভোকেট পুরুষোত্তম রায় বর্মন৷ সহযোগিতায় ছিলেন এডভোকেট রঘুনাথ মুখার্জি ও মানসী দেব৷ উল্লেখ্য, পরিচালন কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলার ঘটনা আগরতাল প্রেস ক্লাবের ইতিহাসে এই প্রথম ও নজির বিহীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *