ঘূর্ণিঝড় ‘তিতলি’ ধেয়ে আসছে বাতিল বহু ট্রেন, স্থগিত রেলের পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘তিতলি’৷ অভিমুখ ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা৷ ফলে বুধবার রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে৷ এদিকে, ঘূর্ণিঝড় তিতলির জন্য রেল বোর্ডের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ পরীক্ষার্থীদের এসএমএস এবং ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে৷ এই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ বাড়ছে বলে দুশ্চিন্তায় রয়েছেন আবহাওয়াবিদরা৷ একদিকে শারদোৎসব এবং নবরাত্রী৷ এই মুহুর্তে ঝড়ের আভাস উৎসবের মেজাজকে ম্লান করে দেবে বলে আশঙ্কা৷

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের দরুন বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার৷ আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন৷ মেঘাসুরের দাপাদাপিতে পুজোর বাজারে কেনাকাটা প্রায় বন্ধ৷ রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে ঝিরঝিরে বৃষ্টি৷ এদিকে, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরী এই নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হয়ে ওড়িশার উপকূলবর্তীর দিকে এগিয়ে যাচ্ছে৷ আবহাওয়া দপ্তরের খবর, এই নিম্নচাপের দরুন রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আরও কয়েকদিন৷ নিম্নচাপের দরুন বুধবার সকাল থেকেই কখনো ঝিরঝিরে বৃষ্টি, আবার কখনো হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে৷ এদিকে, পুজার মুখে বৃষ্টির ফলে পুজার উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷ কয়েকজন পুজোদ্যোক্তা জানিয়েছেন, এখনও প্যান্ডেলের কাজ প্রায় ২০ শতাংশ বাকি৷ এছাড়া মূর্তিপাড়ায় কাজও এখন অনেকটাই বাকি৷ যদিও মূর্তিপাড়ার কাজ চলছে জোর কদমে৷ অনেকে প্রার্থনী করছেন বৃষ্টি যাতে আর না হয়৷ যাতে পুজোর দিনগুলি আনন্দে অতিবাহিত হয়৷

তিতলির জেরে খুর্দা রোড ও ভিজিয়ানাগ্রামের মধ্যে আজ রাত দশটা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল৷ হাওড়া-খড়গপুর থেকে দক্ষিণের দিকে ট্রেনগুলিকে ভদ্রকের পর আর যেতে দেওয়া হচ্ছে না বিকাল ৫টা ১৫ এর পর থেকে৷ হাওড়া চেন্নাই মেইন লাইন ঘুরিয়ে দেওয়া হতে পারে ভায়া নাগপুর-বালহার্ষা, বিজওয়াড়া যদি সম্ভব হয়৷ বেশ কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে৷ এবং একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে৷

রাত দশটার পর থেকে খুর্দা ও বিজিয়ানাগ্রামের মধ্যে কোনও প্যাসেঞ্জার ট্রেন চলছে না৷ ঘুরপথে চলছে চেন্নাই ও হায়দ্রাবাদগামী ট্রেন৷ নির্দিষ্ট রুটে ও নির্দিষ্ট সময়ে চলবে পুরীগামী সব ট্রেন৷ খুরদা রোড পর্যন্ত যাবে ট্রেন৷ হাওড়া ও খড়গপুর থেকে দক্ষিণগামী সব আপ ট্রেন বাতিল করা হয়েছে৷ বিকাল সোয়া পাঁচটার পর ভদ্রক থেকে দক্ষিণগামী ট্রেন বাতিল৷ হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনাম থেকে উত্তরগামী সব ডাউন ট্রেন আজকের জন্য বাতিল৷ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের পর বিশাখাপত্তনামের দুভাদা স্টেশন থেকে উত্তরগামী কোনও ট্রেন ছাড়া হয়নি৷

দুরপাল্লার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েএছ৷ হাওড়া-চেন্নাই মেল বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার সকাল আটটায় ছাড়বে৷ হাওড়া-চেন্নাই মেন লাইনের ট্রেন নাগপুর থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ মেন লাইনের বেশ কিছু ট্রেন পরিস্থিতি বুঝে বাতিল করা হতে পারে৷ তবে পুরিগামী সব ট্রেন নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়েই ছাড়বে বলে রেল সূত্রে খবর৷ প্রাথমিকভাবে দেখা গিয়েছিল ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে৷ উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ঘূর্ণিঝর ‘তিতলি’ অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ কিন্তু গত কয়েক ঘন্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে তিতলি৷ যার ফলে আবহাওয়াবিদদের কপালে এখন চিন্তার ভাঁজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *