/প্রবল গতিতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘তিতলি’, মৃত্যু ২ জনের

প্রবল গতিতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘তিতলি’, মৃত্যু ২ জনের

বিশাখাপত্তনম, ১১ অক্টোবর (হি.স.): প্রচণ্ড গতিতে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘তিতলি’। ‘তিতলি’-র তাণ্ডবে শ্রীকাকুলাম জেলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। এছাড়াও ১০টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। অন্ধ্রপ্রদেশে ‘তিতলি’ আছড়ে পড়ার দু’টি পৃথক ঘটনায় প্রাণ গিয়েছে ২ জনের। বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৫৫ বছরের সূর্য মণ্ডলের। আর গায়ের উপর গাছ ভেঙে পড়ে মারা গিয়েছেন ৬২ বছরের এক বৃদ্ধ। বৃহস্পতিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’। ‘তিতলি’-র দাপটে উপড়ে পড়েছে শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি। শ্রীকাকুলাম জেলার বিভিন্ন মন্ডলে ২ সেন্টিমিটার থেকে ২৬ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। রাস্তার উপর গাছ উপরে পড়ায় বাস পরিষেবা স্থগিত রাখে রাজ্য পরিবহন নিগম। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

এদিকে, প্রবল ঝড়ে ওডিশার গোপালপুরে ৫ মত্‍‌স্যজীবীকে নিয়ে ডুবে যায় একটি নৌকা। তবে উদ্ধারকারী দলের তত্‍‌পরতায় সবাইকে রক্ষা করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ ওডিশার গোপালপুর রিজিওন-এ আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’। ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে বাঁচাতে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় বহু মানুষজনকে। ‘তিতলি’-র দাপটে উপড়ে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। মাটিতে মিশেছে একাধিক কাঁচা বাড়ি। গোপালপুর-বেরহামপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ওডিশার গঞ্জাম জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক হতে পারে।