BRAKING NEWS

দুই লক্ষাধিক টাকার ব্রাউনসুগার সহ আটক কুখ্যাত ড্রাগ মাফিয়া

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ অক্টোবর৷৷ আবারও নেশাদ্রব্য উদ্ধার করেছে পুলিশ৷ এর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক নেশা কারবারিকে৷ ধৃত

কদমতলায় ব্রাউনসুগারসহ ধৃত যুবক জয়নাল হুসেন৷

যুবককে অসম সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানার অধীন উত্তর ফুলবাড়ির জনৈক আব্দুল মতিনের বছর ২৯এর ছেলে বাহারুল ইসলাম ওরফে জয়নাল হোসেন বলে পরিচয় পাওয়া গিয়ছে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, সোমবার রাত প্রায় দশটা নাগাদ উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ইচাই লালছড়া এলাকা থেকে প্রচুর পরিমাণের ব্রাউনসুগার উদ্ধার করেছে স্থানীয় পুলিশ৷ গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সহ কদমতলা থানা এবং উত্তর জেলার পুলিশ সুপারের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ৪৩০ কৌটা ব্রাউনসুগার৷ এর সঙ্গে পাকড়া্য করা হয়েছে চুড়াইবাড়ি থানার অধীন উত্তর ফুলবাড়ি  এলাকার বাহারুল ইসলাম নামের যুবককে৷ কদমতলা থানা সূত্রে প্রকাশ, গতকাল রাত প্রায় দশটা নাগাদ সে তার টিআর-০৫-এ- ৮৪৩৯ নম্বরের লাল রঙের সুপার স্লেপন্ডার মোটর বাইকের ডিকিতে করে ব্রাউনসুগারগুলি নিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল৷ কিন্তু, গোয়েন্দা এবং উত্তর জেলার পুলিশ সুপারের কাছে আগাম খবর থাকায় তাঁরা বাহারুল ইসলামকে রাস্তায় আটকে বাইকে তল্লাশি চালিয়ে এই সফলতা লাভ করেছে৷

এই তথ্য দিয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, ড্রাগস কারবারি বাহারুলকে ধরতে দীর্ঘদিন থেকে চেষ্টা করছিল৷ গতকাল বাগে পেয়ে তাকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে৷ উদ্ধারকৃত ব্রাউনসুগারের মূল্য প্রায় দুই লক্ষ টাকার বেশি হবে বলে পুলিশ সুপার মনে করছেন৷ তিনি জানান, ধৃতকে মঙ্গলবার ধর্মনগর আদালতে তোলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *