ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হোসিয়ারি ফ্যাক্টরিতে, লুধিয়ানায় মৃত্যু ৪ জন কর্মীর

লুধিয়ানা, ১০ অক্টোবর (হি.স.): ভোররাতে ভয়াবহ আগুন-আতঙ্ক পঞ্জাবের লুধিয়ানায়| বুধবার ভোররাত ৪.২৫ মিনিট নাগাদ লুধিয়ানার কল্যাণ নগর এলাকায় অবস্থিত একটি হোসিয়ারি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের সময় তিনতলা ওই হোসিয়ারি ফ্যাক্টরিতে বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে| পুলিশ ও দমকল কর্মীদের তত্পরতায় বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে| অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের নাম হল, কন্ট্র্যাক্টর ধনঞ্জয় পাণ্ডে, প্রেস ম্যান প্রকাশ এবং আরও দু’জন শ্রমিক|

পুলিশ ইন্সপেক্টর সুরিন্দর চোপরা জানিয়েছেন, বুধবার ভোররাত ৪.২৫ মিনিট নাগাদ লুধিয়ানার কল্যাণ নগর এলাকায় অবস্থিত একটি হোসিয়ারি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় ফ্যাক্টরি চত্বর| দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| যদিও, হোসিয়ারি ফ্যাক্টরির কন্ট্র্যাক্টর-সহ চারজনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় তিনতলা ওই হোসিয়ারি ফ্যাক্টরিতে বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে| পরে ঘটনাস্থল পরিদর্শনে যান সিপি সুখচেন সিং গিল, গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর সিপি জানিয়েছেন, ফ্যাক্টরি মালিকের অবহেলার কারণেই বিকল্প দরজা থেকে বেরোতে পারেননি ওই চারজন কর্মী| ঘটনার পর থেকেই অবশ্য পলাতক হোসিয়ারি ফ্যাক্টরির মালিক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *