ত্রিপুরায় এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ

অভিজিৎ রায় চৌধুরী৷৷ নয়াদিল্লি, ৮ অক্টোবর৷৷ ত্রিপুরায় এনআরসি চালু নিয়ে সুপ্রিমকোর্ট নোটিশ জারি করেছে৷ কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং ত্রিপুরা সরকারকে এনআরসি নিয়ে নোটিশ পাঠানো হয়েছে৷ ত্রিপুরা পিপলস্ ফ্রন্ট এবং অন্য দুইজনের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে গঠিত ৩ সদস্যক বেঞ্চ এই নোটিশ জারি করেছে৷ আগামী ২৬ নভেম্বর এই মামলায় ফের শুনানি হবে৷

ত্রিপুরায় এনআরসি চালু হোক এই দাবিতে সুপ্রিমকোর্টের দ্বারস্ত হয়েছে ত্রিপুরা পিপলস্ ফ্রন্ট, শর্মিলা মুড়া সিং এবং সুনন্ত কুমার জমাতিয়া৷ এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক, রেজিস্ট্রার জেনারেল এন্ড সেন্সাস কমিশনার, নির্বাচন কমিশন এবং ত্রিপুরা সরকারকে পক্ষভূক্ত করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে এই মামলায় শুনানি শুরু হয়েছে৷ শুনানি শেষে মামলাকারীর পক্ষে আইনজীবী জানিয়েছেন, সুপ্রিমকোর্টের নির্দেশে অসমে এনআরসি চালু হয়েছে৷ অনুপ্রবেশকারীদের চিহ্ণিত করার জন্যই সুপ্রিমকোর্ট অসমে এনআরসি চালুর নির্দেশ দিয়েছে৷ ত্রিপুরাতেও ঠিক একই পরিস্থিতি৷দীর্ঘ সময় ধরে ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা রয়েছে৷ কিন্তু, এই সমস্যার সমাধান হচ্ছে না৷ ফলে, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য ত্রিপুরায় জনসংখ্যা মারাত্মক ভাবে বেড়েছে৷ মামলাকারীর পক্ষে আইনজীবীর কথায়, উপজাতি অধ্যুষিত রাজ্য ত্রিপুরায় এখন উপজাতিরাই সংখ্যালঘুতে পরিণত হয়েছে৷ অউপজাতির সংখ্যা মারাত্মক ভাবে বেড়েছে৷

তিনি জানান, ত্রিপুরায় এখনও সীমান্ত এলাকা উন্মুক্ত রয়েছে৷ অসমেও ঠিক অবস্থা৷ দুই রাজ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সম্পূর্ণরূপে নির্মান সম্ভব হয়নি৷ ফলে, অসমে ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে এনআরসি চালু হয়েছে৷ তাঁর কথায়, সুপ্রিম কোর্টে জানিয়েছি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে ত্রিপুরার অবস্থা অসম থেকেও ভয়াবহ৷ এদিন তিনি জানান, অনুচ্ছেদ ৩২ এর অধিন এনআরসির দাবিতে সুপ্রিমকোর্টে আবেদন জানানো হয়েছে৷ তাতে মূল দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্ণিত করণ এবং তাদের দেশ থেকে বিতারণ৷ পাশাপাশি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সমাপ্ত করারও আবেদন জানানো হয়েছে৷ তাঁর মতে, ত্রিপুরায় এনআরসি চালু হলে ভোটার তালিকা থেকে প্রচুর নাম বাদ যাবে৷ তাতে, ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্ণিত করে বিতারণ করা হলে ওই রাজ্যে জনগণের আর্থ, সামাজিক, সাংসৃকতিক এবং রাজনৈতিক ভারসাম্য পূনরুদ্ধার সম্ভব হবে৷ তাঁর কথায়, ত্রিপুরায় বিদেশী ট্রাইবোনাল গঠন করে অনুপ্রবেশকারীদের বিতারণের যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে৷

তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট এদিন কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করেছে৷ সাথে তিনি যোগ করেন, এই মামলাটি অসমের এনআরসি মামলার সাথে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট৷ তাতে ধারণা করা হচ্ছে, আগামী ২৩ অক্টোবর অসমের মামলায় শুনানির সাথেই ত্রিপুরার মামলাটিও শুনানি হতে পারে৷ তবে, সুপ্রিম কোর্টে ত্রিপুরার এনআরসি নিয়ে মামলাটি আগামী ২৬ নভেম্বর শুনানির দিন ধার্য্য হয়েছে৷

এ বিষয়ে রাজ্যের আইনসচিব দাতামোহন জমাতিয়া জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নোটিশ এখনও পায়নি৷ নোটিশ মিললেই খুব তাড়াতাড়ি জবাব দেওয়া হবে৷

প্রসঙ্গত, এনআরসি ইস্যুতে ইতিমধ্যেই মাঠে নেমেছে আইএনপিটি৷ এই দাবিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন আইএনপিটির প্রতিনিধিদল৷ সোমবার সাংবাদিক সম্মেলনে আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্খল জানিয়েছেন, রাজ্যে এনআরসি ইস্যুতে  সুপ্রিমকোর্ট হস্তক্ষেপ করেছে৷ এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় নোটিশ জারি হয়েছে৷ ফলে, তাঁর ধারনা অসমের মতো ত্রিপুরাতেও এনআরসি চালু হতে চলেছে৷

এদিন এনআরসি ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারকে বিঁধলেন আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷ তাঁর কথায় এনআরসি নিয়ে কেন্দ্র ও রাজ্য ভিন্ন মত পোষণ করছে৷ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ত্রিপুরায় এনআরসি নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি৷ অথচ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কলকাতায় একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অসমে এনআরসি সফল ভাবে সম্পন্ন হলেই ত্রিপুরাতেও চালু হবে৷ তাঁর কটাক্ষ, কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী রাজ্যে এনআরসির প্রয়োজনীয়তা নেই বলে সওয়াল করেছিলেন৷ কিন্তু, অল্প কিছুদিনের মধ্যেই তিনি ভোল বদল করলেন৷

তাঁর কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জোর গলায় বলেছেন, সারা দেশে এনআরসি চালু করা হবে৷ ফলে, ত্রিপুরার ক্ষেত্রে এনআরসি নিয়ে শাসক দলের বিরোধীতা করার সুযোগ থাকার কথা নয়৷ সম্প্রতি এই ইস্যুতে রাজনৈতিক বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরী করেছে বলে দাবি করেন জগদীশবাবু৷ আইএনপিটিও সুপ্রিম কোর্টে এনআরসি মামলায় পক্ষভুক্ত হওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে বলে দলের সভাপতি বিজয় রাঙ্খল জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *