BRAKING NEWS

ছত্তিশগড়ে বিজেপি সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করলেন রেলমন্ত্রী

কবীরধাম, ৭ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্রী রমন সিং-এর আমলে ছত্তিশগড় ঐতিহাসিক উন্নয়নের সাক্ষী থেকেছে। শনিবার ছত্তিশগড়ের কবীরধামের এক জনসভায় এমনই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে। রাজ্যজুড়ে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। এদিন রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সারা দেশে সব থেকে বেশি অবদান রয়েছে ছত্তিশগড়ের। ফলে গোটা দেশ বিদ্যুৎ পরিষেবায় উপকৃত হচ্ছে। রাজ্যের উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধি এবং জনগণের আয় বাড়ানোর জন্য নিরলস ভাবে কাজ করে গিয়েছেন মুখ্যমন্ত্রী রমন সিং। সড়ক, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে।

রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের অবদানের কথা তুলে ধরে রেলমন্ত্রী বলেন, ছত্তিশগড়ের উন্নয়নের খাতে ইউপিএ-র আমলের তুলনায় ছয়গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। কেন্দ্র এবং রাজ্য সরকার ছত্তিশগড়ে রেল পরিষেবা আরও বেশি উন্নতির জন্য কাজ করে গিয়েছে। এর সুবিধাও পাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *