BRAKING NEWS

সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপুর্তিতে এলবার্ট এক্কা সহ শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ সার্জিক্যাল স্ট্রাইকের এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সকালে আগরতলার লিচুবাগানস্তি এলবার্ট

শনিবার আগরতলায় শহীদ এলবার্ট এক্কার প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ নিজস্ব ছবি৷

এক্কা পার্কে সেনাবাহিনীর শহীদ স্মৃতসৌধে এবং পরম বীরচক্রপ্রাপ্ত শহীদ এলবার্ট এক্কার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বীর শহীদ এলবার্ট এক্কা ও অন্যান্য বীর শহীদদের স্মরণ করেন যারা দেশরক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন৷ বীর শহীদদের স্মরণ করতে গিয়ে তিনি বীর শহীদ এলবার্ট এক্কার কথা উল্লেখ করে বলেন, এলবার্ট এক্কা হল সেই বীর শহীদ যিনি ১৯৭১ সালের ৩ ডিসেম্বর নিজের জীবন উৎসর্গ করে তৎকালীন সময়ে পাক বাহিনীর হাত থেকে আগরতলা শহর তথা ত্রিপুরাকে রক্ষা করেছিলেন৷

মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সীমান্ত এলাকায় ভারতকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য এলবার্ট এক্কার মত বহু সৈনিককে শহীদ হতে হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসী পদক্ষেপ সার্জিক্যাল স্ট্রাইক, যার মাধ্যমে বিশ্বের অশুভ শক্তিকে ভারতীয় সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর থেকেই প্রধানমন্ত্রীর সাহসী মানসিকতা ও রাষ্ট্রের প্রতি দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়৷ তিনি বলেন, দায়িত্বভার নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে নতুনভাবে গড়তে চেয়েছেন৷ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে নতুন ভারত গড়ার পাশাপাশি নতুন সাউথ এশিয়া গঠন করতে চেয়েছেন৷

মুখ্যমন্ত্রী বলেন, নিজের দেশকে রক্ষা করার অধিকার প্রত্যেক দেশের রয়েছে৷ ভারতও কোনও অশুভ শক্তির কাছে মাথা নত করবে না৷ সার্জিক্যাল স্ট্রাইক এরই ইঙ্গিত বহন করে৷ মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠনে ত্রিপুরা পুলিশের কার্যকারিতার প্রশংসা করেন৷ তিনি বলেন, ত্রিপুরা পুলিশের যথাযথ পদক্ষেপ নেওয়ার কারণে ত্রিপুরাতে হাজার হাজার কেজি গাঁজা ও অন্যান্য নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা গছে৷ মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনের মধ্য দিয়ে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর কল্যাণের জন্য আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে৷ ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলার সরকারের যে দিশা, জনগণও সেই দিশাতেই কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ অনুষ্ঠানে বীর শহীদ এলবার্ট এক্কার জীবনী ও ১৯৭১ সালে তিনি কিভাবে যুদ্ধ করে পাক বাহিনীর হাত থেকে আগরতলা শহরকে রক্ষা করেছিলেন তার চিত্রপট নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা ও অন্যান্য আধিকারীকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *