BRAKING NEWS

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, বহুতলের নির্মান বন্ধের নির্দেশ পুর কমিশনারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ শোরুমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই বহুতল নির্মান বন্ধ রাখার ফরমান জারি করেছে পুর নিগম৷ বুধবার রাজধানী আগরতলায় নেতাজি চৌমুহনী এলাকায় নিউ ভানু টিম্বারের শোরুমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয় বর্র্ডর গোলচক্কর এলাকার বাসিন্দা মরণজিৎ কেওয়ারের৷ এই ঘটনায় বৃহস্পতিবার পুর কমিশনার ডা শৈলেস কুমার যাদবের নেতৃত্বে পুর নিগমের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন৷ বিল্ডিং রুলস আদৌ মানা হয়েছিল কিনা তা ওই প্রতিনিধিদল খতিয়ে দেখেন৷ জানা গেছে, শ্রমিকদের কাজের সময় সুরক্ষা ব্যবস্থা নেয়নি ওই বহুতলের মালিক৷ ফলে, শ্রমিকদের ঝঁুকি নিয়ে কাজ করতে হতো৷ জানা গেছে, ওই বহুতলের একটি অংশ বিল্ডিং রুলস উলঙ্ঘন করে নির্মান করা হয়েছে৷ ধারনা করা হচ্ছে, ওই অংশের বেআইনি নির্মানের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, এই বহুতলটির নির্মান কাজ শুরু হওয়ার পর এর আগেও দুর্ঘটনা ঘটেছিল৷ এদিন পুর কমিশনার এই বহুতলের নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি বহুতলের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন৷ পশ্চিম আগরতলা থানা সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে ওই বহুতলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *